• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পূর্ণিমার রহস্যময় পোস্ট: কাকে ইঙ্গিত দিয়ে লিখলেন এমন তীক্ষ্ণ মন্তব্য?


সোনালী ডেস্ক অক্টোবর ১৯, ২০২৫, ০৬:২৭ পিএম
পূর্ণিমার রহস্যময় পোস্ট: কাকে ইঙ্গিত দিয়ে লিখলেন এমন তীক্ষ্ণ মন্তব্য?

ছবি: সংগৃহীত

নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন মনের গভীর অনুভূতি। রোববার (১৯ অক্টোবর) দুপুরে তার ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্টে তিনি লিখেছেন, “যাদের আপন ভেবে দরজা খুলে দিই, তারা আসলে বিষধর সাপ। প্রয়োজনে বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে, আর সুযোগ পেলেই বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে, আমাদের জীবনে।”

নির্দিষ্টভাবে কার উদ্দেশ্যে তিনি মন্তব্য করেছেন তা স্পষ্ট না হলেও, পোস্টের শব্দচয়ন ও তীক্ষ্ণ ভাব প্রকাশ করছে গভীর আঘাত ও বিশ্বাসভঙ্গের দিক।

একই পোস্টে তিনি আরও লিখেছেন, “যখন মানুষ জীবনের সাফল্যের শিখরে পৌঁছায়, তখন কিছু মানুষ মৌমাছির মতো চারপাশে গুনগুন করে ঘুরতে থাকে। প্রশংসার ফুলঝুরি ঝরিয়ে তারা সান্নিধ্যের ভান করে। কিন্তু সময় খারাপ হলে, ঠিক মৌমাছির মতোই উড়ে যায় অন্য ফুলের দিকে।”

শেষে পূর্ণিমা লিখেছেন, “মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।”

দীর্ঘদিন চলচ্চিত্রের পর্দায় অনুপস্থিত হলেও, পূর্ণিমার খোলা মনের লেখা অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকে লিখেছেন, “পূর্ণিমা আপু একদম সত্য বলেছেন, এই কথাগুলো আজকের বাস্তবতা।” আবার কেউ বলেছেন, “এ যেন আমাদের সবার জীবনের গল্প।”

পূর্ণিমার এই ধরনের পোস্ট দর্শকদের মনে তাঁর সংবেদনশীলতা, সত্যবাদিতা এবং জীবনের প্রতি খোলা মনকে তুলে ধরে।

এসএইচ

Wordbridge School
Link copied!