সামিরা খান মাহি
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি সম্প্রতি তার একটি আলোচিত ছবিকে কেন্দ্র করে প্রকাশিত সমালোচনা নিয়ে মন্তব্য করেছেন। দুই মাস আগে নেটিজেনদের মধ্যে এই ছবি ব্যাপক আলোচনার জন্ম দেয়। কেউ কেউ অভিনেত্রীর ছবিকে কটাক্ষ করে ‘মিয়া খলিফার বাংলা ভার্সন’ বলে উল্লেখ করেছিলেন।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সামিরা জানান, ছবিটি মূলত একটি নাটকের শুটিং সেটে তোলা হয়েছিল। তিনি বলেন, “‘ভাত লাভার’ নামের নাটকটিতে আমি এবং আরশ সকাল আহমেদের সেটে কাজ করেছি। ছবিতে যে চশমা আমি পরে আছি, তা ছিল ডিরেক্টরের—আমি নিজে কোন চশমা ব্যবহার করিনি। শুধু একটি মজা এবং প্রচারণার অংশ হিসেবে ছবিটি তোলা হয়েছিল।”
তিনি আরও বলেন, “আমি বিভিন্ন রকম পোজে ছবি তুলেছিলাম, এবং এটি কেবল নাটকের প্রচারণার অংশ। বিতর্কিত বিষয় তৈরি করার কোনও উদ্দেশ্য আমার ছিল না।”
সামাজিকমাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা গেছে, নীল রঙের কোর্টের সঙ্গে চোখে চশমা পরে অফিসের একটি দৃশ্যে বসে আছেন মাহি। অভিনেত্রী স্পষ্ট করেছেন, ছবিটি কেবল নাটকের প্রেক্ষাপট এবং প্রচারণার অংশ, যা নেটিজেনদের কিছু অংশ ভুলভাবে ব্যাখ্যা করেছিলেন।
এম







































