• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সালমান শাহের ভয়েসে ডাবিং ডনের, নতুন তথ্য প্রকাশ


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৫, ২০২৫, ০৬:৫৬ পিএম
সালমান শাহের ভয়েসে ডাবিং ডনের, নতুন তথ্য প্রকাশ

ফাইল ছবি

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর পর তার অসমাপ্ত কয়েকটি ছবিতে কণ্ঠ দিয়েছেন অভিনেতা আশরাফুল হক ডন। নির্মাতারা ডনের কাছে এই দায়িত্ব দিয়েছেন কারণ তিনি সালমানের কণ্ঠ নকল করতে পারতেন। ডনের কণ্ঠে মুক্তি পেয়েছে ‘আনন্দ অশ্রু’ ও ‘সত্যের মৃত্যু নেই’ ছবিগুলি।

সম্প্রতি বৈশাখী টেলিভিশনের এক অনুষ্ঠানে প্রথমবারের মতো এ বিষয়টি প্রকাশ্যে আনেন ডন। সালমান শাহর সঙ্গে বন্ধুত্বের সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বন্ধুত্ব হলো এমন একটা জিনিস, মিশতে মিশতে আত্মার সঙ্গে একটি কানেকশন হয়ে যায়। এভাবে চলতে চলতে বন্ধুত্বের অনেক কিছু একজনের থেকে আরেকজনের মধ্যে চলে আসে। তেমনই সালমানের অনেক কিছু আমার মধ্যে চলে এসেছে। আমি সালমানের ভয়েসে নকল করে কথা বলতে পারতাম।’

ডাবিং প্রক্রিয়া নিয়ে ডন বলেন, ‘শিবলী ভাই ‘আনন্দ অশ্রু’ ছবিতে ডাবিংয়ের জন্য অনেককেই এনেছিলেন। তবে কেউই মনমতো হচ্ছিল না। কারোর গলা মোটা হচ্ছিল বা চিকন। তিন-চার দিন চেষ্টা করার পর রিজেক্ট হয়ে গেল। এরপর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শিবলী ভাইকে বললেন, ভাই, আপনি ডনকে ট্রাই করতে পারেন। সালমানের ভয়েসের সঙ্গে অনেক মিল আছে।’

নির্মাতার অনুরোধে ডন ডাবিং করেন। তিনি বলেন, ‘প্রথমে করতে চাইনি, পরে ভাবলাম করি। ‘আনন্দ অশ্রু’ ছবিতে পুরোটাই করলাম। শিবলী ভাইকে বলেছিলাম, প্রচার করবেন না যে ভয়েস আমি দিয়েছি। আজ প্রথমবার মানুষ জানল।’

এসএইচ
 

Wordbridge School
Link copied!