• ঢাকা
  • মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সন্দেহপ্রবণ হয়ে ১৪ বছরের দাম্পত্য ভাঙল জয়-মাহি


সোনালী ডেস্ক অক্টোবর ২৮, ২০২৫, ০৪:১৪ পিএম
সন্দেহপ্রবণ হয়ে ১৪ বছরের দাম্পত্য ভাঙল জয়-মাহি

ফাইল ছবি

হিন্দি টেলিদুনিয়ার জনপ্রিয় তারকা দম্পতি জয় ভানুশালি ও মাহি ভিজের সম্পর্কে ভাঙন ধরেছে। প্রায় দেড় দশকের দাম্পত্য জীবনের পর এবার আলাদা পথে হাঁটছেন তারা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় মাসখানেক ধরেই এক ছাদের নিচে থাকছেন না জয় ও মাহি। চলতি বছরের জুলাই থেকেই তাদের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল। যদিও তখন বিষয়টি নিয়ে মুখ খোলেননি কেউই।

মাহি ভিজ সে সময় জানিয়েছিলেন, ব্যক্তিগত জীবন নিয়ে কাউকে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন মনে করেন না তিনি। তবে গুঞ্জন থামেনি। অবশেষে জয়-মাহির এক ঘনিষ্ঠ বন্ধু জানান, জুলাই-আগস্ট মাসেই আইনি বিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে বিষয়টি গোপন রেখেছিলেন তারা।

একসময় জয়-মাহির সামাজিক মাধ্যমে সুখী সংসারের অনেক ছবি ও ভিডিও দেখা যেত। কিন্তু গত এক মাস ধরে সেই চিত্র সম্পূর্ণ বদলে গেছে। একে অপরের সঙ্গে কোনও ছবি বা ভিডিও শেয়ার করেননি তারা।

পরিচিতদের মতে, মাহি ভিজ স্বামী জয়কে নিয়ে ক্রমশ সন্দেহপ্রবণ হয়ে পড়েছিলেন। এতে জয় দূরত্ব বজায় রাখেন, যা শেষ পর্যন্ত ডিভোর্সের পর্যায়ে পৌঁছে।

জয় ভানুশালি ও মাহি ভিজ ২০১১ সালে ভালোবেসে বিয়ে করেন। এক বছর পর রাজবীর ও খুশি নামে দুই সন্তান দত্তক নেন তারা। ২০১৯ সালে জন্ম নেয় তাদের কন্যা তারা। তবে ২০২৪ সাল থেকেই দম্পতির মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়।

এসএইচ

Wordbridge School
Link copied!