• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অভিনেত্রীকে অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগে যুবক গ্রেপ্তার


বিনোদন ডেস্ক নভেম্বর ৪, ২০২৫, ০৮:৪৭ পিএম
অভিনেত্রীকে অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

ফাইল ছবি

ভারতের বেঙ্গালুরুতে একজন নবীন নামের যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, তিনি ছোটপর্দার জনপ্রিয় এক অভিনেত্রীকে ফেসবুক ও মেসেঞ্জারের মাধ্যমে অশ্লীল মেসেজ ও ভিডিও পাঠিয়েছেন। ভুক্তভোগী অভিনেত্রী থানায় অভিযোগ দায়ের করেছেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিন মাস আগে অভিনেত্রী ফেসবুকে নবীনের ফ্রেন্ড রিকোয়েস্ট পান। বারবার রিকোয়েস্ট এলেও তিনি তা গ্রহণ করেননি এবং পরে নবীনের অ্যাকাউন্ট ব্লক করেন।

অভিযোগে বলা হয়েছে, নবীন ভিন্ন নামে একাধিক ফেসবুক অ্যাকাউন্ট খুলে নিয়মিত অশ্লীল মেসেজ ও ভিডিও পাঠাতে থাকেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যৌন হয়রানি চালান।

১ নভেম্বর অভিনেত্রী তাকে ব্যক্তিগতভাবে দেখা করার প্রস্তাব দেন। মুখোমুখি সাক্ষাৎকালে নবীনকে মেসেজ পাঠানো বন্ধ করতে নির্দেশ দেন তিনি। কিন্তু নবীন তার কথা শোনেননি।

অভিযোগের ভিত্তিতে পুলিশ নবীনকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে অনলাইনে উত্যক্ত করা এবং যৌন হয়রানির অভিযোগ করা হয়েছে। বর্তমানে তিনি বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন এবং মামলাটি তদন্তাধীন।
এসএইচ 
 

Wordbridge School
Link copied!