ছবি: মেহজাবীনের ফেসবুক থেকে নেওয়া
ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ২৭ লাখ টাকার প্রতারণার অভিযোগে পরোয়ানা জারি, মেহজাবীন সোশ্যাল মিডিয়ায় নিজের নির্দোষতার বার্তা
আজ রোববার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়েছে যে, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। মামলার বাদী আমিরুল ইসলাম সাংবাদিকদের নিশ্চিত করেছেন, অভিযোগে বলা হয়েছে, দুই আসামি তার সঙ্গে ২৭ লাখ টাকার প্রতারণা করেছেন।
তবে মেহজাবীন চৌধুরী সংবাদটিকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। রোববার দুপুরে তিনি ফেসবুকে এক স্ট্যাটাসে লেখেন, "অনলাইনে আমার নাম ব্যবহার করে কিছু ভিত্তিহীন ‘মামলা’ সংক্রান্ত খবর ছড়িয়ে পড়ছে। সকল সাংবাদিকসহকর্মীর প্রতি অনুরোধ, দয়া করে কোনো প্রকার যাচাইহীন ও সত্যতাবিহীন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকুন।"
মেহজাবীনের স্ট্যাটাসের পর সোশ্যাল মিডিয়ায় ভক্তরা তার প্রতি সমর্থন প্রকাশ করেছেন। অনেকেই মন্তব্যে জানিয়েছেন, অভিনেত্রী নির্দোষ এবং বিভ্রান্তিকর খবর বন্ধ হওয়া উচিত।
বাদী আমিরুল ইসলামের অভিযোগ, মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে নগদ এবং বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা দিয়েছেন। টাকা নেওয়ার পর দীর্ঘদিন ব্যবসায়িক কার্যক্রম শুরু না হওয়ায়, তিনি পুনরায় টাকা চাইলে দুই ভাই হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন।
বাদী পরে ভাটারা থানায় গেলে পুলিশ তাঁকে আদালতে মামলা করার পরামর্শ দেন। ২৪ মার্চ ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়। আদালতে হাজির হওয়ার দিন ধার্য থাকলেও আসামিরা উপস্থিত হননি। এরপর ৩ নভেম্বর গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ১০ নভেম্বর তা কার্যকর করা হয়েছে। পরবর্তী শুনানি হবে ১৮ ডিসেম্বর।
খোঁজ নেওয়া গেছে, মেহজাবীনের ছোট ভাই আলিসান চৌধুরী। ২০১৬ সালে তার জন্মদিনে মেহজাবীন একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছিলেন।







































