• ঢাকা
  • বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের গোপন ভিডিও ভাইরাল!


বিনোদন ডেস্ক জানুয়ারি ২৮, ২০২৬, ১১:২৪ এএম
জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের গোপন ভিডিও ভাইরাল!

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার আলোচিত সংলাপ ‘মেরি বডি মে সেনসেশন হোতি হ্যায়’ অনুকরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পান পাকিস্তানের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আলিনা আমির। স্বতন্ত্র অভিনয়ভঙ্গি ও সাবলীল উপস্থাপনার মাধ্যমে অল্প সময়েই তিনি তরুণ প্রজন্মের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন।

সম্প্রতি আলিনার নামে একটি আপত্তিকর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা ও বিতর্ক। তবে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি একটি ডিপফেক—এ তথ্য নিজেই নিশ্চিত করেছেন আলিনা আমির।

এ বিষয়ে দেওয়া এক বিবৃতিতে আলিনা বলেন, শুরুতে তিনি বিষয়টি গুরুত্ব না দিয়ে উপেক্ষা করতে চেয়েছিলেন। কিন্তু ভিডিওটি বারবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে থাকায় প্রতিবাদ জানানো প্রয়োজন মনে করেন। তিনি বলেন, ভুয়া ও বিভ্রান্তিকর কনটেন্ট ছড়াতে মানুষ কতটা নিচে নামতে পারে, তা দেখে তিনি হতবাক।

তিনি আরও বলেন, কোনো তথ্য বা ভিডিও যাচাই না করে শেয়ার করা থেকে সবাইকে বিরত থাকতে হবে। এ ধরনের কাজ সরাসরি হয়রানির শামিল এবং এটি একটি গুরুতর অপরাধ বলেও মন্তব্য করেন তিনি।

ডিপফেক ভিডিও তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে আলিনা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, যারা এই ন্যক্কারজনক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, তাদের দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় আনা জরুরি।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে আলিনা আমিরের জনপ্রিয়তা চোখে পড়ার মতো। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা প্রায় ২৫ লাখ এবং টিকটকে প্রায় ২৩ লাখ। নেটিজেনদের কাছে তিনি ‘সরসরাহট গার্ল’ নামেই বেশি পরিচিত।

এম

Wordbridge School
Link copied!