• ঢাকা
  • মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

‘তুর্কি নায়িকার মতো লাগছে’, অপু বিশ্বাসের নতুন লুকে মুগ্ধ ভক্তরা


বিনোদন ডেস্ক জানুয়ারি ২৬, ২০২৬, ১১:২১ এএম
‘তুর্কি নায়িকার মতো লাগছে’, অপু বিশ্বাসের নতুন লুকে মুগ্ধ ভক্তরা

ঢালিউড তারকা অপু বিশ্বাস যেন জানেন কীভাবে আলোচনায় থাকতে হয়। সোশ্যাল মিডিয়ায় আবারও নিজের উপস্থিতি জানান দিলেন এই জনপ্রিয় অভিনেত্রী। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন লুকের সাতটি স্থিরচিত্র শেয়ার করে মুহূর্তেই ভক্তদের নজর কাড়েন তিনি।

ছবিগুলোতে অপুকে দেখা যায় একেবারে ভিন্ন, গ্ল্যামারাস ও আত্মবিশ্বাসী রূপে। প্রকাশের পরপরই মন্তব্যে ভরে ওঠে ভক্তদের ভালোবাসা। কেউ লিখেছেন, “এক কথায় অপূর্ব”, আবার কেউ প্রশংসায় ভাসিয়ে মন্তব্য করেছেন, “এই লুকে আপনাকে পুরো তুর্কি নায়িকার মতো লাগছে।”

শুধু লুক নয়, ছবির সঙ্গে দেওয়া অপুর ক্যাপশনও আলাদা করে নজর কেড়েছে। সেখানে তিনি লেখেন—
“নিজেকে নিয়ে গর্বিত হও। কারণ যতবার তুমি হোঁচট খেয়েছ, ততবারই আবার ঘুরে দাঁড়িয়েছ।”

এই অনুপ্রেরণামূলক বার্তায় ভক্তদের সঙ্গে যেন নিজের জীবনসংগ্রামের কথাই ভাগ করে নিলেন অভিনেত্রী।

মাত্র ২৩ ঘণ্টার ব্যবধানে পোস্টটিতে জমা পড়ে ২৩ হাজারের বেশি রিঅ্যাকশন এবং দেড় হাজারেরও বেশি মন্তব্য। ৯৩ লাখ অনুসারীর এই পেজে এমন সাড়া আবারও প্রমাণ করে—অপু বিশ্বাসের জনপ্রিয়তা সময়ের সঙ্গে একটুও ম্লান হয়নি।

মাঝখানে কিছুদিন নতুন সিনেমার খবরে না থাকলেও, অপু বিশ্বাস বর্তমানে পুরোদমে ব্যস্ত। ব্র্যান্ড প্রমোশন ও পারিবারিক ব্যবসার পাশাপাশি একসঙ্গে দুটি সিনেমার শুটিং শুরু করেছেন তিনি। কামরুল হাসান ফুয়াদ পরিচালিত ‘দুর্বার’ সিনেমায় তার নায়ক সজল এবং বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’ সিনেমায় তার বিপরীতে আছেন আদর আজাদ। পরিচালকদের ভাষ্যমতে, ছবি দুটি চলতি বছরের ঈদ উৎসবে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, প্রায় দুই দশকের ক্যারিয়ারে অপু বিশ্বাসের বড় পর্দায় যাত্রা শুরু হয় প্রয়াত নির্মাতা আমজাদ হোসেনের ‘কাল সকালে’ সিনেমার মাধ্যমে। এরপর শাকিব খানের সঙ্গে ‘কোটি টাকার কাবিন’ দিয়ে যে জনপ্রিয় জুটির সূচনা, তা থেকে এসেছে প্রায় ৮০টি সফল চলচ্চিত্র।

সর্বশেষ ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ছায়াবৃক্ষ’ সিনেমায় প্রশংসিত অভিনয়ের পর আবারও নতুন উদ্যমে বড় পর্দায় ফিরতে প্রস্তুত ঢালিউড কুইন।

এম

Wordbridge School
Link copied!