• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পুরুষদের উচিত নারীর পোশাক নিয়ে মন্তব্য না করা: হুমা কুরেশি


বিনোদন ডেস্ক নভেম্বর ২৫, ২০২৫, ০৮:৪২ পিএম
পুরুষদের উচিত নারীর পোশাক নিয়ে মন্তব্য না করা: হুমা কুরেশি

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী হুমা কুরেশি অনলাইনে নারীদের প্রতি বাড়তে থাকা হয়রানি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাস্তবজীবন ও অনলাইনের হেনস্তার মধ্যে কোনো পার্থক্য নেই।

হুমা জানান, সোশ্যাল মিডিয়ায় প্রায়ই তাকে অশালীন মন্তব্য ও অনুরোধের মুখে পড়তে হয়। তাঁর ভাষায়, ‘অনেকেই বলে—বিকিনিতে ছবি দাও। এগুলো নোংরা এবং দুঃখজনক।’ তিনি মনে করেন, অশ্লীল বার্তা পাঠানো বা বাজে মন্তব্য করাকে কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়। হুমার মতে, অনলাইন হয়রানির শাস্তি রাস্তার হয়রানির মতোই হওয়া উচিত।

অভিনেত্রী আরও বলেন, পুরুষদের উচিত নারীর পোশাক, মেকআপ, জীবনধারা কিংবা ওজন নিয়ে মন্তব্য করা বন্ধ করা।

‘গ্যাংস অব ওয়াসিপুর’ দিয়ে ২০১২ সালে আলোচনায় আসেন হুমা। এরপর ‘জলি এলএলবি’ সিরিজ, ‘মহারানি’সহ একাধিক জনপ্রিয় কাজে অভিনয় করেছেন তিনি। সামনে যশের সঙ্গে ‘টক্সিক’ ছবিতে দেখা যাবে তাঁকে।

সম্প্রতি মুক্তি পাওয়া ‘জলি এলএলবি ৩’–এ তাঁর উপস্থিতি কম হওয়ায় সামাজিকমাধ্যমে অনেকেই সমালোচনা করছেন। এ প্রসঙ্গে হুমা বলেন, অনেক সময় তাঁর গুরুত্বপূর্ণ দৃশ্যগুলোই বাদ পড়ে যায়, যদিও এসব বিষয়ে তাঁর নিজের কোনো নিয়ন্ত্রণ থাকে না।

এসএইচ 

Wordbridge School
Link copied!