ছবি: সংগৃহীত
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এবং ‘ফ্যামিলি ম্যান’ খ্যাত পরিচালক রাজ নিদিমরু চুপিসারে বিয়ে সম্পন্ন করেছেন। রোববার রাতে ব্যক্তিগত বিমানে ঘনিষ্ঠ ৩০ জনকে নিয়ে মুম্বাই থেকে কোয়েম্বাটুরের উদ্দেশ্যে রওনা হন তারা।
সোমবার (১ ডিসেম্বর) সকালে দুই পরিবারের কতিপয় আত্মীয়স্বজন এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে ভৈরবী মন্দিরে নিয়মমাফিক সিঁদুরদান ও মালাবদল অনুষ্ঠিত হয়।
সামান্থা-এর আগে দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে এক যুগের প্রেমের বিয়ে মাত্র এক বছরের মধ্যে শেষ হয়। ঘনিষ্ঠ সূত্র বলছে, এ কারণে দ্বিতীয় বিয়েতে তিনি গোপনীয়তা বজায় রাখার সিদ্ধান্ত নেন। রাজের জন্যও এটি দ্বিতীয় বিয়ে। ২০১৫ সালে প্রথম স্ত্রী শ্যামলী দের সঙ্গে বিয়ে হয়, ২০২২ সালে দাম্পত্যে ফাটল ধরে এবং পরবর্তীতে আইনি বিচ্ছেদের মাধ্যমে আলাদা হন।
বিয়ের জন্য সামান্থা বেছে নেন লাল টুকটুকে বেনারসি, সঙ্গে মানানসই দক্ষিণী ডিজাইনের সোনার গয়না। হাত রাঙানো মেহেদি আর সিঁথিতে সিঁদুর। রাজকে দেখা গেছে শ্বেতশুভ্র পাঞ্জাবি-পাজামা এবং আইভরি রঙের নেহরু কোটে।
সোমবার বিয়ের ছবি শেয়ার করে সামান্থা ক্যাপশনে শুধু ১ ডিসেম্বরের তারিখ উল্লেখ করেছেন। অনুরাগীরা কমেন্ট বক্সে শুভেচ্ছা ও উচ্ছ্বাসের বন্যা বইয়ে দিয়েছেন।
এসএইচ







































