• ঢাকা
  • রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পাশে নেই স্ত্রী রোজা: কীভাবে কাটছে নিঃসঙ্গ তাহসানের জীবন


বিনোদন ডেস্ক জানুয়ারি ১১, ২০২৬, ১১:১২ এএম
পাশে নেই স্ত্রী রোজা: কীভাবে কাটছে নিঃসঙ্গ তাহসানের জীবন

ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের মধ্যেই নিজের বর্তমান সময়ের কথা প্রকাশ্যে জানালেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। স্ত্রী রোজা আহমেদের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের অবসান ঘটিয়ে তিনি নিশ্চিত করেছেন—দুজনের পথ এখন আলাদা।

শনিবার (১০ জানুয়ারি) নিজের বর্তমান জীবনযাপন প্রসঙ্গে তাহসান জানান, এই সময়টাকে তিনি ভিন্নভাবে মোকাবিলা করছেন। মানসিক স্বস্তির জন্য বেছে নিয়েছেন একাকী ভ্রমণ। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে তিনি লোকচক্ষুর আড়ালেই ছিলেন। এখন সেই সময়টুকু নিজের জন্যই বরাদ্দ রেখেছেন।

তাহসানের ভাষ্য অনুযায়ী, বই পড়া এখন তার সবচেয়ে বড় সঙ্গী। এক দেশ থেকে অন্য দেশে ঘুরে বেড়ানো, নিরিবিলি পরিবেশে সময় কাটানো আর বইয়ের সঙ্গে ডুবে থাকাই তার দৈনন্দিন রুটিন হয়ে উঠেছে। কোলাহল ও ব্যস্ততা থেকে দূরে থেকেই তিনি মানসিক শান্তি খুঁজছেন।

ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে কথা বলতে আগ্রহী না হলেও বিবাহবার্ষিকীকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া নানা বিভ্রান্তিকর তথ্যের কারণেই বিচ্ছেদের খবরটি নিশ্চিত করতে বাধ্য হয়েছেন বলে জানান তাহসান। তিনি বলেন, খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে।

বর্তমানে কোনো শুটিং কিংবা কনসার্টে যুক্ত নন এই শিল্পী। সুস্থ হয়ে ওঠা, নিজের সঙ্গে সময় কাটানো এবং মানসিক ভারসাম্য ফিরিয়ে আনাই তার প্রধান অগ্রাধিকার।

উল্লেখ্য, রোজা ইসলাম ছিলেন তাহসানের দ্বিতীয় স্ত্রী। ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর তাদের বিয়ে হয়। রোজা একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে তিনি ব্রাইডাল মেকআপ নিয়ে কাজ করছেন এবং নিউইয়র্কে তার নিজস্ব একটি প্রতিষ্ঠান রয়েছে।

এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান। প্রায় ১১ বছরের সংসারের ইতি ঘটে ২০১৭ সালে।

এম

Wordbridge School
Link copied!