• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রভার দুঃসময়ে সঙ্গী যিনি


বিনোদন প্রতিবেদক মে ১৩, ২০১৯, ১২:০৪ পিএম
প্রভার দুঃসময়ে সঙ্গী যিনি

সাদিয়া জাহান প্রভা

ঢাকা: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ক্যারিয়ারের শুরুর দিকে এক বিভীষিকাময় সময় পার করেছেন এই অভিনেত্রী। নানা মানুষের নানা সমালোচনার মধ্য দিয়ে পার করতে হয়েছিল সেই দিনগুলো। ওই সময়টায় প্রভার থেকে অনেকে মুখ ফিরিয়ে নিলেও, তার পাশে ছিলেন একটি মানুষ। নাম ফারহানা হামিদ, প্রভার ভালো বন্ধু।

বন্ধু ফারহানা হামিদের সঙ্গে প্রভা

বন্ধু ফারহানা হামিদের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে রোববার একটি ছবি পোস্ট করেছেন প্রভা। সঙ্গে জুড়ে দিয়েছেন কৃতজ্ঞতার যত বিশেষণ। সেসব বাক্য থেকে জানা যায়, প্রভা পৃথিবীকে নতুনভাবে আবিষ্কার করেন তার এই বন্ধুর মাধ্যমে।

বন্ধু ফারহানা হামিদকে উদ্দেশ্য করে প্রভা ফেসবুকে লিখেছেন- ‘সবাই বলে আমি খুব ভাগ্যবান। কারণ আমার কাছে ফারহানা হামিদ আছে। তুই একটা কনফেস বক্স তুই পৃথিবীটাকে পজিটিভলিই দেখাতে শেখানো মানুষ। আমি বিশ্বাস করি তুই আমার জীবনের মিরাকল।’

দুঃসময়ের কথা উল্লেখ করে প্রভা লিখেন, ‘আমি তোর বন্ধু হওয়ার কোনো যোগ্যতাই রাখি না। তবুও জগতের সবাই যখন হাত ছেড়েছিল তখন শুধু তুই আমাকে তোর বুকে আগলে রেখেছিলি। আমাকে হাত ধরে ইউনিভার্সিটি নিয়ে যাওয়া। অনেক ভিড়ে মাথা উঁচু করে হাঁটতে শেখানো। সবটাই পেরেছি তোর জন্য।’

সবশেষে প্রভা লিখেছেন- ‘থ্যাঙ্কস আ লট ফারহানা, আমার জীবনে তুই থাকার জন্যে। আমি আসলেই অনেক ভাগ্যবান আমার কাছে ফারহানা আছে। হ্যাপি বার্থডে মাই মিরাকল।’

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!