• ঢাকা
  • রবিবার, ২২ জুন, ২০২৫, ৮ আষাঢ় ১৪৩২

গাইবান্ধায় ইটের বদলে প্লাস্টিক বোতলে বাড়ি নির্মাণ


মো. তৌহিদুর রহমান তুহিন মে ২০, ২০২৫, ০২:২৭ পিএম
গাইবান্ধায় ইটের বদলে প্লাস্টিক বোতলে বাড়ি নির্মাণ

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে প্লাস্টিকের রঙ-বেরঙের পরিত্যক্ত বোতল দিয়ে তিন কক্ষবিশিষ্ট বাড়ি নির্মাণ করে তাক লাগিয়ে দিয়েছেন অটোচালক আব্দুল হাকিম।

জেলার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের পশ্চিম ছাপরহাটি খানপাড়া প্রত্যন্ত গ্রামে নির্মাণ কাজ চলছে বাড়িটির। ছাদ ঢালাই সহ বাড়ির কাজ কিছুটা বাকি থাকলেও এরই মধ্যে এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই বাড়িটি।

সরেজমিনে দেখা যায়, পরিত্যক্ত বিভিন্ন প্লাস্টিকের বোতলে বালু ভরে এরপর তা ব্যবহার করা হচ্ছে বাড়ির দেয়াল তৈরিতে। ইটের বদলে সারি সারি প্লাস্টিকের বোতলে সিমেন্টের গাঁথুনি দিয়ে নির্মাণ করা হচ্ছে এসব দেয়াল। শখ করে এলাকাবাসী বাড়িটির নাম দিয়েছে বোতল বাড়ি।

শুরুর দিকে বোতল দিয়ে বাড়ি নির্মাণের এমন পদ্ধতি দেখে হাসি-তামাসা করলেও এখন বাড়িটি নিয়ে গর্ব করে এলাকাবাসী।

বিভিন্ন জায়গা থেকে আব্দুল হাকিম পরিত্যক্ত বোতল সংগ্ৰহ করে বস্তায় ভরে অটোতে করে এনে মজুত করতেন।প্রথমে এসব নিয়ে অনেক হাসি-তামাসা হলেও এখন সত্যিই বাড়ি বানানো হয়েছে। এমন বাড়ি জেলায় মাত্র একটি। বাড়িটি দেখতে অনেকে আসে।

হাকিমের এমন কাজ এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।বাড়ি নির্মাণে পরিত্যক্ত বোতল ব্যবহারের বিরোধিতা করেছিলেন অনেকে। তবে তার পাশে উৎসাহ জুগিয়েছে তার সহধর্মিণী আন্জুমারা বেগম। এখন নির্মিত বাড়ি দেখে সবাই খুশি।

আইএ

Wordbridge School
Link copied!