• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুনামগঞ্জের বন্যা পরিস্থিতিতে কষ্ট হচ্ছে শবনম ফারিয়ার


বিনোদন ডেস্ক জুন ১৯, ২০২২, ০৩:০২ পিএম
সুনামগঞ্জের বন্যা পরিস্থিতিতে কষ্ট হচ্ছে শবনম ফারিয়ার

ঢাকা : টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে সৃষ্ট বন্যায় সিলেটের সুনামগঞ্জবাসীর জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই বন্যার কারণে দুর্ভোগ বেড়েছে বানভাসি মানুষের। পানিবন্দি হয়ে পড়ছেন হাওর জনপদের বাসিন্দারা। প্রতিনিয়ত বাড়ছে নদ-নদের পানি। নিম্নাঞ্চল ছাড়াও সুনামগঞ্জ শহরের বাসা-বাড়িতে ঢুকে পড়ছে বন্যার পানি। এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন বন্যাকবলিতরা।

সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ তারকারাও চিন্তিত। নিজেদের ফেসবুকে অনেকেই তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন।

অভিনেত্রী শবনম ফারিয়ার জন্মস্থান সুনামগঞ্জ। তাই সেখানকার বিপর্যয় অভিনেত্রীকেও কষ্ট দিচ্ছে। বিষয়টি নিয়ে নিজের ফেসবুক পেইজে লিখেছেন, ‘সুনামগঞ্জ আমার জন্মস্থান! বাবার পোস্টিং ছিল সেখানে! যদিও বড় হয়ে আর সেখানে যাওয়া হয়নি, কিন্তু গত কিছুদিন ধরে সেখানকার বন্যা পরিস্থিতির ছবি দেখে খুবই কষ্ট হচ্ছে…’।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!