• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনার প্রকোপ কমতে থাকা দেশগুলোকেও সতর্ক থাকতে হবে


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ২৮, ২০২০, ০১:০১ পিএম
করোনার প্রকোপ কমতে থাকা দেশগুলোকেও সতর্ক থাকতে হবে

ঢাকা: কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা কমছে এমন দেশগুলোকে এখনও ‘সচেতন’ থাকা প্রয়োজন বলে মনে করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

শুক্রবার এক জরুরি ভার্চ্যুয়াল ব্রিফিংয়ে ডব্লিউএইচও’র কর্মকর্তা ভ্যান কেরখোভ বলেন, ‘শনাক্তের সংখ্যা কমতে থাকা দেশগুলোকেও সচেতন থাকতে হবে। কারণ আপনারা এর আগেও এমনটি দেখেছেন। তাই আমাদের আবারো এর ওপর জোর দেয়া দরকার।’

‘প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের পর সংক্রমণটি হ্রাস পাচ্ছে দেখে ভালো লাগছে। তবে এখনো হাল ছাড়ার সময় আসেনি,’ বলেন তিনি।
 
শনিবার জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৪ লাখ ৪১ হাজার ৯৩৬ জনে দাঁড়িয়েছে।

তিনি বলেন, ‘আমরা এমন পরিস্থিতি দেখতে চাই না যেখানে কোনো রাষ্ট্র লকডাউন অবস্থা থেকে ভাইরাস নিয়ন্ত্রণে আনতে তথাকথিত একটি লকডাউন অবস্থায় চলছে।’

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!