• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্র থেকে ঢাকার পথে ২৩ লাখ টিকা


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৪, ২০২২, ০৫:১১ পিএম
যুক্তরাষ্ট্র থেকে ঢাকার পথে ২৩ লাখ টিকা

ঢাকা: যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসছে করোনাভাইরাস প্রতিরোধী ফাইজারের আরও ২৩ লাখ ডোজ টিকা। টিকার এ চালান শুক্রবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভ্যাকসিন ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হক গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ‘বিশ্বজুড়ে ন্যায্যতার ভিত্তিতে করোনার টিকা প্রাপ্তি নিশ্চিতের লক্ষ্যে গড়ে তোলা প্ল্যাটফর্ম কোভ্যাক্সের আওতায় বাংলাদেশে ফাইজারের আরও ২৩ লাখ টিকা আসছে। আজ রাত সাড়ে ৯টায় একটি বিশেষ বিমানে এই টিকা আসার কথা রয়েছে। এই টিকা রিসিভ করতে স্বাস্থ্য অধিদপ্তরের কিছু কর্মকর্তা যাবেন।

‘বিমানবন্দর থেকে এই টিকা মহাখালীর কেন্দ্রীয় আইপিআইয়ের ওয়্যার হাউজে রাখা হবে। এই টিকা শিক্ষার্থীদের দেয়া হবে।’

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!