• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও চার, হাসপাতালে ভর্তি ১১০১


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৪, ২০২৫, ০৪:৫৯ পিএম
ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও চার,  হাসপাতালে ভর্তি ১১০১

ফাইল ছবি

ঢাকা: দেশে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রতিদিনই কেউ না কেউ প্রাণ হারাচ্ছেন। রোগটিতে গত ২৪ ঘণ্টায় সারাদেশে চারজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার (৩ নভেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ১১০১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে ৭৩ হাজার ৯২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আর চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৮ জনে।

পিএস

Wordbridge School
Link copied!