• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতিসংঘে মিয়ানমার রাষ্ট্রদূতের নজিরবিহীন অবস্থান


নিউজ ডেস্ক ফেব্রুয়ারি ২৭, ২০২১, ০৩:০৪ পিএম
জাতিসংঘে মিয়ানমার রাষ্ট্রদূতের নজিরবিহীন অবস্থান

ঢাকা: সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে জাতিসংঘকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াউ মো তুন। 

জাতিসংঘের জেনারেল অ্যাসেমব্লিতে তুন বলেন, তিনি সু চির সরকারের পক্ষে কথা বলছেন। তিনি জাতিসংঘকে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জনগণের সুরক্ষার জন্য প্রয়োজনীয় কোনো উপায় বের করার জন্য আবেদন জানান। 

আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স কিয়াউ মো তুনের বরাতে জানায়, ‘অবিলম্বে সামরিক অভ্যুত্থানের অবসান, নিরপরাধ জনগণের ওপর নিপীড়ন বন্ধ করা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে আমাদের আরও কঠোর সম্ভাব্য পদক্ষেপের প্রয়োজন রয়েছে।’ এ আহ্বানের পর তিনি জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর কাছে প্রশংসিত হয়েছেন।

মিয়ানমারের গত নির্বাচনে জয়ী গণতান্ত্রিক শক্তির পক্ষে লিখিত বক্তব্যটি পড়তে গিয়ে কিয়ু মো তুন আবেগাক্রান্ত হয়ে পড়েন। তিনি বলেন, তার দেশের বৈধ সরকারের প্রতিনিধিত্ব করেন তিনি। বার্মিজ ভাষায় শেষ বাক্য বলে এ কূটনীতিক গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীদের তিন-আঙুল প্রদর্শন করেন এবং ঘোষণা দেন, 'আমাদের উদ্দেশ্যই বিজয়ী হবে'।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!