• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ২৫, ২০২৪, ০৯:৩১ পিএম
গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস

ঢাকা: গাজায় ইসরায়েলি হামলা বন্ধ করে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে প্রস্তাব পাশ হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে। আজ সোমবার নিরাপত্তা পরিষদের ১৪ সদস্যের ভোটে এই প্রস্তাব পাশ হয়। এই প্রস্তাবে ভোট দেয়নি যুক্তরাষ্ট্র।

এছাড়াও এই প্রস্তাবে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে বন্দী সকলকে অবিলম্বে ও নিঃশর্ত মুক্তিরও আহ্বান জানানো হয়েছে। খবর কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার।

এই ভোটাভুটির পর জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড যুদ্ধবিরতি প্রস্তাব পাস করতে বিলম্বের জন্য হামাসকে দায়ী করেন। ভোটদানে যুক্তরাষ্ট্রের বিরত থাকা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এই প্রস্তাবের সবকিছুর সঙ্গে একমত হইনি।’

এর আগে যুদ্ধবিরতির বিরুদ্ধে তিনবার ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। অবশেষে ভেটো প্রদানে বিরত থাকল ইসরায়েলের মিত্র এই দেশটি।

এমএস

Wordbridge School
Link copied!