• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩০

ট্রাম্পকে পাল্টা জবাব চীনের, মার্কিন কয়লা-গ্যাসে ১৫ শতাংশ শুল্ক আরোপ


আন্তর্জাতিক ডেস্ক ফেব্রুয়ারি ৪, ২০২৫, ০৩:৩৯ পিএম
ট্রাম্পকে পাল্টা জবাব চীনের, মার্কিন কয়লা-গ্যাসে ১৫ শতাংশ শুল্ক আরোপ

ঢাকা : বেইজিং থেকে আসা পণ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়তি ১০ শতাংশ শুল্ক আরোপের পাল্টা জবাব দিয়েছে চীন। দেশটি বেশ কয়েকটি মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ এবং টেক জায়ান্ট গুগলের বিরুদ্ধে তদন্তের ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক চালুর মিনিট কয়েকের মধ্যে চীন মার্কিন পণ্যে শুল্ক বসানোর ঘোষণা দেয়। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে মার্কিন পণ্যের ওপর এসব শুল্ক কার্যকর হবে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা বেশ কিছু জিনিস আমদানির ওপর নিয়ন্ত্রণ চালু করেছে। তারা মার্কিন পণ্যে ১৫ শতাংশ শুল্ক আরোপ করেছে।

শুল্ক আরোপের ঘোষণা দিয়ে চীনের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক আরোপ বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মকে মারাত্মকভাবে লঙ্ঘন করেছে। এটি চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাভাবিক অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতাকেও ক্ষুণ্ন করবে।

নতুন শুল্কের আওতায় যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা নির্দিষ্ট ধরনের কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ওপর ১৫ শতাংশ শুল্ক এবং অপরিশোধিত তেল, কৃষিযন্ত্র, বড় ইঞ্জিনের গাড়ি ও পিকআপ ট্রাকে ১০ শতাংশ শুল্ক বসবে।

এছাড়া চীনের বাণিজ্য মন্ত্রণালয় নতুন রপ্তানি নিয়ন্ত্রণের তালিকায় টাংস্টেন-সংক্রান্ত উপকরণ ও টেলুরিয়ামের সঙ্গে সংশ্লিষ্ট উপকরণ যুক্ত করেছে। এসব পণ্য শিল্প ও প্রতিরক্ষা খাতে ব্যবহৃত হয় এবং সৌরকোষ তৈরিতে কাজে লাগে।

চীনের মন্ত্রণালয় আরও জানিয়েছে, মার্কিন বায়োটেক প্রতিষ্ঠান ইলুমিনা এবং ফ্যাশন রিটেইলার পিভিএইচ গ্রুপকে—যারা ক্যালভিন ক্লেইন ও টমি হিলফিগারের মালিক—তাদের অনির্ভরযোগ্য প্রতিষ্ঠানের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। কারণ এই কোম্পানিগুলো ‘স্বাভাবিক বাজার নীতিমালা লঙ্ঘন করেছে’।

মঙ্গলবার স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ফর মার্কেট রেগুলেশনের এক বিবৃতিতে বলা হয়, অ্যান্টিট্রাস্ট লঙ্ঘনের অভিযোগে মার্কিন প্রযুক্তি জায়ান্টটির বিরুদ্ধে তদন্ত করবে চীন। বেইজিং মার্কিন কয়লা এবং তরল প্রাকৃতিক গ্যাসে ১৫ শতাংশ শুল্ক আরোপ করেছে।

এদিকে ৩০ দিনের জন্য ক্যানাডা ও মেক্সিকোর পণ্যের উপর ২৫ শতাংশ হারে শুল্কা বসানোর সিদ্ধান্ত স্থগিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে আমার দায়িত্ব হলো অ্যামেরিকার সব নাগরিকের সুরক্ষা নিশ্চিত করা। আমি আলোচনায় সন্তুষ্ট। তাই ৩০ দিনের জন্য মাসুল বসানোর সিদ্ধান্ত স্থগিত রাখছি।’

মূলত সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও ফেনটানিলসহ অন্যান্য মাদক পাচার বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে ট্রাম্প এ সিদ্ধান্ত জানান।

ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও জানিয়েছেন, তারা মার্কিন পণ্যের ওপর যে ২৫ শতাংশ শুল্ক বসিয়েছিলেন, তা বাতিল করেছে।

এমটিআই

Wordbridge School
Link copied!