• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ট্রাম্প-পুতিনের আলোচনাকে স্বাগত জানিয়ে যা বললেন জেলেনস্কি


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ১৬, ২০২৫, ০৯:৫১ এএম
ট্রাম্প-পুতিনের আলোচনাকে স্বাগত জানিয়ে যা বললেন জেলেনস্কি

ছবি : সংগৃহীত

ঢাকা: ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য আলাস্কায় বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্ষমতাধর দুই নেতার এই আলোচনাকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর বিবিসির

জেলেনস্কি আলোচনাকে স্বাগত জানিয়েছেন এবং পুনরায় জোর দিয়ে বলেছেন যে, শান্তি প্রতিষ্ঠার জন্য ইউক্রেনকে অবশ্যই আলোচনায় অন্তর্ভুক্ত করতে হবে।

এদিকে যখন ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন আলাস্কায় বৈঠকের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে আহ্বান জানিয়েছিলেন যে, ‘যুদ্ধটি রাশিয়াই শুরু করেছে, তারা যেন তা শেষ করে’।

ইউক্রেনের নেতা বলেছেন, এই বৈঠক ‘প্রয়োজনীয়’। তবুও তিনি পুনরায় জোর দিয়ে বলেন যে, ‘‘কিয়েভকেও আলোচনায় অন্তর্ভুক্ত করতে হবে, যাতে ‘কার্যকর সিদ্ধান্ত’ নেওয়া যায়’’।

জেলেনস্কিকে আজকের আ্যাঙ্কোরেজ বৈঠকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়নি।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘নিরাপত্তা, নিশ্চয়তা প্রয়োজন। স্থায়ী শান্তি প্রয়োজন। সবাই মূল লক্ষ্যগুলি জানে। আমি ধন্যবাদ জানাই সকলকে যারা বাস্তব ফলাফল অর্জনে সহায়তা করছেন।’

এখন আলাস্কার আঙ্করেজে এলমেনডর্ফ-রিচার্ডসন ঘাঁটিতে সাংবাদিকদেরম এবং বিশ্বজুড়ে মানুষের অপেক্ষার পালা।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মুহূর্তে তাদের ঘনিষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে নিয়ে বৈঠক করছেন, এর পরে তারা ‘ওয়ার্কিং লাঞ্চ’ এ অংশ নেবেন, যেখানে আরো অনেকে উপস্থিত থাকবেন। সব কিছুই হবে সাধারণ মানুষের চোখের বাইরে।

ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটন থেকে আলাস্কায় যাওয়া সাংবাদিকরা বাইরের একটি তাঁবুতে বসেছেন। কোনো এক সময় তাদের যৌথ সংবাদ সম্মেলনের জন্য প্রস্তুত হতে বলা হবে। সেটা হবে কাছের একটি বলরুমে। সেই মুহূর্তে বিশ্ব জানতে পারবে এই আলোচনা থেকে কী ফল এলো।

এসআই

Wordbridge School
Link copied!