• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পবিত্র মক্কায় রাসুল (সা.) এর জীবনী বিষয়ক জাদুঘর উদ্বোধন


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ২৭, ২০২৫, ০৯:৪১ পিএম
পবিত্র মক্কায় রাসুল (সা.) এর জীবনী বিষয়ক জাদুঘর উদ্বোধন

ঢাকা: পবিত্র মক্কার ক্লক টাওয়ারে রাসুলুল্লাহ (সা.)-এর সীরাত ও ইসলামী সভ্যতাবিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী ও জাদুঘরের উদ্বোধন করেছেন মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সাউদ বিন মিশাল বিন আবদুল আজিজ।

মঙ্গলবার (২৬ আগস্ট) উদ্বোধনী অনুষ্ঠানে প্রিন্স সাউদ জাদুঘরের বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ প্যাভিলিয়ন ঘুরে দেখেন। এর মধ্যে ছিল রাসুল (সা.)-এর কক্ষের প্রতিরূপ, নববী চিকিৎসা বিষয়ক প্রদর্শনীসহ হিজরতের পথের মডেল জাদুঘরের স্থান পায়।

মুসলিম ওয়ার্ল্ড লিগের তত্ত্বাবধানে এবং মক্কা শহর ও পবিত্র স্থানগুলোর রয়্যাল কমিশনের সহযোগিতায় বাস্তবায়িত এ প্রকল্পে অত্যাধুনিক ভিজ্যুয়াল ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। দর্শনার্থীরা এখানে প্রযুক্তির মাধ্যমে মক্কা ও মদিনায় রাসুল (সা.)-এর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো অনুভব করতে পারবেন।

জাদুঘরের অন্যতম আকর্ষণ হিসেবে স্থান পায় ‘ইথাফ’ ডিজিটাল প্ল্যাটফর্ম। এটি একটি বহুভাষিক বৈজ্ঞানিক গ্রন্থাগার ও বিশ্বকোষ, যা বিশ্বের প্রধান ভাষাগুলোতে রয়েছে।

সৌদ রয়্যাল কমিশনের প্রধান নির্বাহী ইঞ্জিনিয়ার সালেহ বিন ইব্রাহিম আল-রাশিদ প্রিন্স সাউদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তার সহায়তার জন্য। মক্কার ক্লক টাওয়ারে অবস্থিত এ জাদুঘরটি এখন থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বলে কর্তৃপক্ষ জানান।

এআর

Wordbridge School
Link copied!