• ঢাকা
  • শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইরান ইস্যুতে জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ১৫, ২০২৬, ১০:৪১ এএম
ইরান ইস্যুতে জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সোমালিয়ার প্রেসিডেন্টের মুখপাত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি। বর্তমানে সোমালিয়া নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মূলত যুক্তরাষ্ট্রের অনুরোধে ‘ইরান পরিস্থিতি’ নিয়ে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

বিগত ১২ দিন ধরে চলা ইরানের এই আন্দোলনে প্রাণহানি এবং সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র মনে করছে, বর্তমান পরিস্থিতি বৈশ্বিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। এর সমাধানে আন্তর্জাতিক হস্তক্ষেপ প্রয়োজন। আজকের বৈঠকে ইরানের মানবাধিকার পরিস্থিতি ও বিক্ষোভ দমনে সরকারি বাহিনীর অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।

তবে রাশিয়া ও চীন এই আলোচনাকে ইরানের অভ্যন্তরীণ বিষয় হিসেবে গণ্য করতে পারে। ফলে বিষয়টি নিয়ে নিরাপত্তা পরিষদে বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে।

এম

Wordbridge School
Link copied!