ঢাকা : খ্রিষ্টীয় ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এই উৎসবকে কেন্দ্র করে সাজ সাজ রব গোটা বিশ্বে। বড়দিনকে কেন্দ্র করে গির্জায় গির্জায় চলছে সাজসজ্জা, আলোকসজ্জা, ক্রিসমাস ট্রি, সান্তাক্লোজের পোশাক কেনাকাটাসহ অনেক কিছু।
উৎসবে পিছিয়ে নেই বাংলাদেশও। পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের মাঝে চলছে উপহার বিতরণের ধুম। অনেক সময় বিপাকে পড়তে হয় এই উপহার কেনা নিয়েই। প্রিয়জনকে কি দিয়ে খুশি করা যায় সিদ্ধান্ত নেওয়া মুশকিল।
ফুল : পছন্দের মানুষগুলোর জন্য একগুচ্ছ ফুল হতে পারে ভালোবাসার উপহার। বিশেষ করে একান্ত কাছে মানুষের জন্য ফুল সবচেয়ে উপযোগী উপহার হতে পারে। এছাড়া ফুলের সাথে ডায়েরী ও কলম দিতে পারেন।
চকোলেটের বক্স : চকোলেট পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। বড় হোক আর ছোট চকোলেট খেতে ভালোবাসে সবাই। আর শিশুদের জন্য চকোলেট অন্যতম আকর্ষণীয় উপহার। তাই পরিবারের ছোট সদস্যদের জন্য চকোলেটের বক্স ভালো উপহার দিতে পারেন।
কেক : কেক ছাড়া ক্রিসমাস অসম্পূর্ণ। উপহার হিসেবেও কেক সবার পছন্দনীয়। সবাইকে খুশি করতে নিজে কেক তৈরি করে উপহার দিতে পারেন বা দোকান থেকে অর্ডার করতে পারেন পছন্দমতো যে কোনো ফ্লেভারের বড়দিনের কেক।
পারফিউম : যে কোনো উৎসবে উপহার হিসেবে পারফিউম উপযুক্ত। ভাইবোন বা বন্ধু-বান্ধবকে বড়দিনের উপহারে পারফিউমের সেট দিতে পারেন। কার কোন ধরনের সুগন্ধি পছন্দ সেটা মাথায় রেখে পারফিউম বাছাই করতে হবে।
বই : শীতের দিনে কম্বলের নীচে বসে একটি ভাল বই পড়া খুবই মজার বিষয়। আর আপনার প্রিয়জন যদি বই পড়তে ভালবাসেন, তাহলে আপনার বাজেটের মধ্যে তাদের জন্য বই কিনতে পারেন।
পোশাক : উপহার হিসাবে পোশাক সব সময় পছন্দনীয়। নারীদের জন্য বিভিন্ন ধরনের শাড়ি, জামা উপযুক্ত উপহার হতে পারে। পুরুষের পোশাকের মধ্যে সেরা উপহার হবে ট্রেডিশনাল পাঞ্জাবি।
গাছ : গাছ পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। বড়দিনে গাছ হতে পারে একটি ভিন্নতর উপহার। বিশেষ করে যারা বাগান করতে পছন্দ করেন তারা বেশ খুশিই হবেন। আর এখন ঘরে রাখার জন্য নানা ধরনের ইনডোর প্লান্টও পাওয়া যায়।
খেলনা : বড়দিনে উপহার পেলে সবচেয়ে বেশি খুশি হয় শিশুরা। আর তাই শিশুদের জন্য সবচেয়ে উপযুক্ত উপহার হল খেলনা। শিশুদের খেলার জিনিসের ওপর সব সময় ঝোঁক একটু বেশিই থাকে। তাই তাদের উপহার হিসাবে সান্তাক্লোজের পুতুল বা টেডি বিয়ার বাছাই করতে পারেন।
এমটিআই







































