• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

লিপস্টিক ব্যবহারে ঠোঁটে হতে পারে ক্যানসার


লাইফস্টাইল ডেস্ক ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০২:২০ পিএম
লিপস্টিক ব্যবহারে ঠোঁটে হতে পারে ক্যানসার

ঢাকা: নারীদের রূপটানে বিশেষ একটি প্রসাধনী হলো লিপস্টিক। এমন বহু নারী রয়েছেন, যারা নিয়মিত লিপস্টিক ব্যবহার করে থাকেন। অনেকেরই ধারণা— পোশাকের সঙ্গে মানিয়ে ঠোঁট না রাঙালে সাজ সম্পূর্ণ হয় না।

নানা ধরনের, নানা রঙের লিপস্টিক সংগ্রহ এবং তা ঠোঁটে ব্যবহার করা অনেকের কাছেই নেশার মতো। তা থেকেও কি ক্যানসার মাথাচাড়া দিয়ে উঠতে পারে? কিন্তু এ প্রসাধনীটি থেকে যদি ক্যানসার হয়, তাহলে উপায় কী?

মুখ বা ত্বকের ক্যানসারের যত প্রকার রয়েছে, তার মধ্যে ঠোঁট অন্যতম। তবে চিকিৎসকরা বলছেন, তা অত্যন্ত বিরল। পরিসংখ্যান দেখলে বোঝা যায়, আমেরিকার মতো দেশে মাত্র ১ শতাংশ মানুষ ঠোঁটের ক্যানসারে আক্রান্ত হন। ভারতের ক্ষেত্রেও সংখ্যাটা হাতেগোনা।

পাবমেড জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে দেখা গেছে, এ দেশে যত প্রকার ক্যানসারের বাড়বাড়ন্ত রয়েছে, তাদের মধ্যে মুখগহ্বরের ক্যানসারের স্থান বেশ ওপরের দিকে। এ বিষয়ে চিকিৎসকরা বলছেন, মুখগহ্বরের ক্যানসার ঠোঁট পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। ঠোঁটের ওপর অস্বাভাবিক কোনো মাংসপিণ্ড বা আঁচিল গজিয়ে ওঠা থেকে গোটা বিষয়টি শুরু হতে পারে। ছোট্ট একটি ব্রণ কিংবা বোতামের মতো দেখতে সেই মাংসপিণ্ড, চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় যা ‘স্কোয়ামাস সেল’ নামে পরিচিত। তেমন কিছু সতর্ক হতে হবে। 

এ ছাড়া ঠোঁট থেকে অস্বাভাবিক রকম ছাল ওঠা, ঘা হওয়া কিংবা অতিরিক্ত শুষ্ক হয়ে যাওয়া, ক্ষত না শুকোনো ক্যানসারের লক্ষণ হতে পারে। তবে এ ধরনের উপসর্গ মূলত ঠোঁটের নিচের অংশ, অর্থাৎ অধরেই বেশি দেখা যায়।

শহরের সরকারি একটি হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. চৈতিপর্ণা দাস বলেন, এ নিয়ে বিশেষ তথ্যপ্রমাণ নেই। তবে লিপস্টিকে তো নানা ধরনের রাসায়নিক থাকে। তার মধ্যে কোনোটি যদি ক্যানসার-কারক হয়, সেখান থেকে ক্যানসার হওয়া অস্বাভাবিক নয়। তবে ঠোঁট বা মুখগহ্বরের ক্যানসার হয় মূলত তামাকজাত দ্রব্য ব্যবহারের ফলে। ধোঁয়াযুক্ত তো বটেই— এমনকি খৈনি বা গুটখার মতো ধোঁয়াবিহীন তামাক থেকেও ঠোঁটে ক্যানসার হয়। এ ছাড়া অতিরিক্ত রোদ যেভাবে ত্বকের অন্যান্য অংশের ক্ষতি করে, একই ভাবে ঠোঁটও ক্ষতিগ্রস্ত হতে পারে।

এ বিষয়ে অধ্যাপক এবং বেসরকারি হাসপাতালের চর্মরোগ চিকিৎসক সুরজিৎ গরাইয়ের মত অবশ্য ভিন্ন।তিনি বলেন, লিপস্টিক ঠোঁটে সুরক্ষাকবচের মতো কাজ করে। লিপস্টিকের পারত থাকায় রোদ সরাসরি ঠোঁটের ক্ষতি করতে পারে না। তা ছাড়া এখন বহু লিপস্টিক, লিপ বামে তো ‘এসপিএফ’ বা ‘সান প্রোটেকশন ফ্যাক্টর’ থাকে। এই বস্তুটির কাজই তো অতিবেগনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করা। তবে কম দামি বহু লিপস্টিক রয়েছে, যেগুলোর মধ্যে ক্যাডমিয়াম, লেডের মতো ধাতু থাকে। সেগুলো ঠোঁটের জন্য ক্ষতিকর।

ইউআর
 

Wordbridge School
Link copied!