ফাইল ফটো
ঢাকা: মহামারি করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য লকডাউনের ঘোষণা দিয়ে রোববার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ অবস্থায় চলমান অমর একুশে বইমেলার সময় কমিয়ে আনা হয়েছে। লকডাউনের সময় স্বাস্থ্যবিধি মেনে দুপুর ১২টা থেকে বিকেলে ৫টা পর্যন্ত বইমেলা চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রোববার (৪ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার কর্তৃক লকডাউন নির্দেশনার পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সময়সূচি অব্যাহত থাকবে।
প্রতিবছর পুরো ফেব্রুয়ারি মাসজুড়ে একুশে বইমেলা হয়ে এলেও এবার মহামারীর কারণে তা পিছিয়ে গত ১৮ মার্চ থেকে শুরু হয়েছে।
এবারের বিলম্বিত বইমেলা আগামী ১৪ এপ্রিল বাংলা বর্ষবরণের দিন পর্যন্ত চলার কথা রয়েছে।
সোনালীনিউজ/এমএইচ







































