ফাইল ছবি
বাংলাদেশের শিল্পখাতে যাঁর পথচলা স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার এক নিরবচ্ছিন্ন সংগ্রামের গল্প, সেই শিল্পোদ্যোক্তা মোহাম্মদ ইউনুছের জন্মদিন আজ। তিনি দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান ইউনুছ গ্রুপের চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল সোনালীনিউজের প্রকাশক।
মোহাম্মদ ইউনুছ বিশ্বাস করেন, ‘অসম্ভব’ এমন একটি শব্দ, যার কোনো অস্তিত্ব নেই। এই বিশ্বাসকে শক্তি করেই তিনি এগিয়ে চলেছেন এবং তাঁর নেতৃত্বে এগিয়ে গেছেন আরও অনেক মানুষ। সফল হওয়ার এই সহজ অথচ গভীর দর্শনই তাঁকে আলাদা করে চেনায়।

১৯৫৮ সালের এই দিনে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মোহাম্মদ ইউনুছ। আজ তাঁর ৬৮তম জন্মদিনে সোনালীনিউজের পক্ষ থেকে আন্তারিক শুভেচ্ছা।
প্রাণবন্ত ও নান্দনিক ব্যক্তিত্বের অধিকারী মোহাম্মদ ইউনুছ বর্তমানে অন্তত ৩৬টি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। একই সঙ্গে তিনি শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান। বর্তমানে তিনি ব্যাংকটির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের পৃষ্ঠপোষক, এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এওএবি) সদস্য এবং ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য।
শিল্পায়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ‘দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ পুরস্কার’-এ ভূষিত হয়েছেন। তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সদস্য ছিলেন এবং সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিআই) আজীবন সদস্য।
১৯৮১ সালে কোল্ড স্টোরেজ ব্যবসার মাধ্যমে যাত্রা শুরু করা মোহাম্মদ ইউনুছ গ্রুপ তাঁর নেতৃত্বে চার দশকে বাংলাদেশের শিল্পখাতে একটি শক্ত অবস্থান তৈরি করেছে। বর্তমানে এই গ্রুপ সরাসরি আড়াই হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে দেশের আর্থ–সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছে।
এসএইচ









-6977b1b727496-20260127024115.jpg)





























