• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

মৎস্য অধিদপ্তরের ২৩৪ জন কর্মচারীর জন্য সুখবর


নিজস্ব প্রতিনিধি নভেম্বর ৯, ২০২০, ০৫:২৭ পিএম
মৎস্য অধিদপ্তরের ২৩৪ জন কর্মচারীর জন্য সুখবর

ফাইল ছবি

ঢাকা : মৎস্য অধিদপ্তরের ৪ (চার) বছর মেয়াদী ডিপ্লোমা ইন ফিশারিজ কোর্স সম্পন্নকারী ২৩৪ জন ক্ষেত্র সহকারী, হ্যাচারি টেকনিশয়ান, ল্যাব সহকারী, ল্যাবরেটরি টেকনিশিয়ান কাম পাম্প অপারেটর, হ্যাচারি সহকারী ও তথ্য সংগ্রহকারীর বেতন গ্রেড ১৪ ও ১৬তম গ্রেড থেকে ১১তম গ্রেডে উন্নীত করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। ১১তম গ্রেডের বেতন স্কেল সংশ্লিষ্ট কর্মচারীর ডিপ্লোমা সনদ প্রাপ্তির তারিখ থেকে কার্যকর হবে।

মৎস্য অধিদপ্তরের উল্লিখিত পদে কর্মরত কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের নির্দেশনায় এবং মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে গ্রেড উন্নীতকরণের এ কাজ সম্পন্ন হয়েছে।
 
সোমবার (৯ নভেম্বর) এ সংক্রান্ত নথি অনুমোদন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। এদিন সংশ্লিষ্ট গ্রেড উন্নীতকরণ এবং উন্নীত বেতন গ্রেডের পদসমূহের মঞ্জুরী আদেশ জারী করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। 

মন্ত্রণালয়ের এ মঞ্জুরী আদেশের মাধ্যমে মৎস্য অধিদপ্তরের মাঠ পর্যায়ে কর্মরত উল্লিখিত কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে।

সোনালীনিউজ/এসআই/এমএএইচ

Wordbridge School
Link copied!