• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আল্লামা মামুনুলের বিরুদ্ধে মামলার আবেদন


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৬, ২০২০, ০৫:৪৬ পিএম
আল্লামা মামুনুলের বিরুদ্ধে মামলার আবেদন

ঢাকা : ভাস্কর্য ইস্যুতে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক গংদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলা করতে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জিশান মাহমুদ।

রোববার (০৬ ডিসেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরারব এই আবেদন দেওয়া হয়।

মো. ইশান মাহমুদ বলেন, ফৌজদারি কার্যবিধি আইনের ১৯৬ ধারার বিধান মোতাবেক রোষ্ট্রদ্রোহীতার অভিযোগ আমলে নেওয়ার পূর্বশর্ত হিসেবে সরকারের অনুমোদন প্রয়োজন। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাবর আবেদন করা হয়েছে।

এর আগে শনিবার (৫ ডিসেম্বর) এক সংবাদ সন্মেলনে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতারা মামুনুল হক ও চরমোনাই পীর ফয়জুল করিমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করার ঘোষণা দেন। রোববার তারা মামলা করবে বলে জানানো হয়।তবে এখন পর্যন্ত মামলার কোনো তথ্য মেলেনি।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!