ফাইল ছবি
ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক।
শুক্রবার (৯ এপ্রিল) রাতে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী আবুল কালাম আজাদ।
৭ এপ্রিল নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হন ডিউক চৌধুরী। এরপর থেকে তিনি চিকিৎসকের পরামর্শে ঢাকার বাসায় আইসোলেশনে আছেন। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বাসায় থেকেই নিয়মিত চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করছেন ডিউক চৌধুরী।
এদিকে শুক্রবার (৯ এপ্রিল) জুমার নামাজের পর ডিউক চৌধুরীর সুস্থতা কামনায় বদরগঞ্জের বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করে তার পরিবার ও উপজেলা আওয়ামী লীগ। এছাড়া বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় তার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করা হয়েছে।
সোনালীনিউজ/এমএইচ







































