• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সম্মানী ভাতা বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের, জুলাই থেকে কার্যকর


নিজস্ব প্রতিনিধি জুন ৩, ২০২১, ০৩:০৪ পিএম
সম্মানী ভাতা বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের, জুলাই থেকে কার্যকর

ফাইল ছবি

ঢাকা: ২০২১-২২ অর্থবছরের বাজেটে ৫ হাজার ৭০৫ লাখ ১২ কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী খাতে। ফলে আগামী জুলাই থেকে বীর মুক্তিযোদ্ধারা ২০ হাজার টাকা করে সম্মানী ভাতা পাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী তাদের সম্মানী ভাতা উন্নীত করা হয়েছে।

বুধবার (২ জুন) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। নতুন কাঠামোর এ ভাতা আগামী মাস থেকেই কার্যকর হচ্ছে।

জানা গেছে, বর্তমানে এক লাখ ৯১ হাজার ৫৩২ জন সাধারণ বীর মুক্তিযোদ্ধা মাসিক সম্মানী ভাতা পেয়ে থাকেন। আর উৎসব ভাতা, মহান বিজয় দিবস ভাতা ও বাংলা নববর্ষ ভাতা পান দুই লাখ পাঁচ হাজার ১১৭ জন সাধারণ বীর মুক্তিযোদ্ধা।

এছাড়া ১১ হাজার ৯৯৮ জন শহীদ, যুদ্ধাহত ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা পান। এর বাইরে ৫৮৭ জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মাসিক সম্মানী ভাতা পেয়ে থাকেন।

বাড়তি এ ভাতার অর্থের যোগান দিতে আসছে ২০২১-২২ অর্থবছরের বাজেটে ৫ হাজার ৭০৫ লাখ ১২ কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে।

উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!