• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এক সপ্তাহে করোনায় মৃত্যু ২৫, টিকা নেননি ২২ জন


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৯, ২০২১, ০৬:৩১ পিএম
এক সপ্তাহে করোনায় মৃত্যু ২৫, টিকা নেননি ২২ জন

ফাইল ছবি

ঢাকা: সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে (২২ থেকে ২৮ নভেম্বর) মৃত্যু হয়েছে ২৫ জনের।এরমধ্যে তিনজন (১২ শতাংশ) করোনাভাইরাসের টিকা নিয়েছিলেন। বাকি ২২ জনই (৮৮ শতাংশ) করোনার টিকা নেননি।

এ সপ্তাহে মৃতদের মধ্যে পুরুষ ১০ জন (৪০ শতাংশ) ও নারী ১৫ জন (৬০ শতাংশ)। তাদের মধ্যে একজন গর্ভবতী নারীও ছিলেন।

সোমবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এদিকে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়ে রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। দুজনই পুরুষ এবং তারা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৯৮০ জনে।

একই সময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ২২৭ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৬ হাজার ১১ জনে। এ সময়ে শনাক্তের হার ১ দশমিক ৩৪ শতাংশ।

এর আগে রোববার দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা যান ৩ জন, শনাক্ত হয় ২০৫ জন। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৮০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪০ হাজার ৫৯৭ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২ জনই পুরুষ। তারা ঢাকা বিভাগের। বাকি বিভাগগুলোতে কারো মৃত্যু হয়নি।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!