• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মিরপুরে রাস্তায় পোশাক শ্রমিকরা, ভোগান্তিতে অফিসগামীরা


নিজস্ব প্রতিনিধি জুন ৫, ২০২২, ১১:০১ এএম
মিরপুরে রাস্তায় পোশাক শ্রমিকরা, ভোগান্তিতে অফিসগামীরা

ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় সড়ক পোশাক শ্রমিকের অবরোধ করার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে অফিসগামীদের যাত্রীদের। ঘটনাস্থলের পাশেই পুলিশের জলকামান নিয়ে প্রস্তুত থাকতে দেখা গেছে। তবে কি কারণে তারা সড়ক অবরোধ করেছেন প্রাথমিকভাবে তা জানা যায়নি। 

এদিকে বেতন ভাতা বাড়ানোর দাবিতে শনিবার (৪ জুন) বিকেল তিনটার পর থেকে সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা।

শনিবার (৪ জুন) বিকেল সড়ক অবরোধে অংশ নিয়েছিলেন  মৌসুমী গার্মেন্টস, তামান্না গার্মেন্টস, হামিমসহ আরও পাঁচ সাতটা গার্মেন্টসের শ্রমিকরা। দাবি না মানা পর্যন্ত তারা এই অবরোধ চালিয়ে যাবেন বলে জানিছিলেন তামান্না গার্মেন্টসের সালমা খাতুন।  

তিনি বলেন, আমরা বহুবার অফিসের স্যারদের অনেক ভাবে বুঝিয়েছি- চাল, ডাল, তেলের দাম ও ঘরভাড়া বেড়ে যাওয়ায় আমরা পরিবার নিয়ে চলতে পারছি না। আমাদের বেতন কিছু বাড়িয়ে দেওয়া হোক। কিন্তু তারা আমাদের কথা মানতে রাজি না। ন্যায্য পাওনা না পাওয়ার কারণে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।

সালমা খাতুন আরও বলেন, এর আগেও একদিন রাস্তায় নেমেছিলাম। সেদিন আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু আজও পর্যন্ত কাজ হয়নি। তাই আবার এই এলাকার সব গার্মেন্টসের শ্রমিক একসঙ্গে রাস্তায় নামতে বাধ্য হয়েছি।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!