• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পদ্মা সেতুর উদ্বোধন: বাংলা‌দেশ‌কে অভিনন্দন যুক্তরা‌ষ্ট্রের


নিজস্ব প্রতিবেদক জুন ২৪, ২০২২, ০৩:০৯ পিএম
পদ্মা সেতুর উদ্বোধন: বাংলা‌দেশ‌কে অভিনন্দন যুক্তরা‌ষ্ট্রের

ঢাকা: পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৪ জুন) ঢাকার মা‌র্কিন দূতাবাস থে‌কে পাঠা‌নো এক বার্তায় এ অভিনন্দন জানা‌নো হয়।

বার্তায় উল্লেখ করা হয়, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি, জনগণ এবং পণ্যকে দক্ষতার সঙ্গে সংযুক্ত করার জন্য টেকসই পরিবহন কাঠামো তৈরি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পদ্মা সেতু বাংলাদেশের অভ্যন্তরে নতুন এবং গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি করবে।

আরও বলা হয়, পদ্মা সেতুর কার‌ণে বাণিজ্য বৃদ্ধি ও জীবনযাত্রার মান উন্নত হ‌বে। এটি দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সংযোগ বৃদ্ধিতে বাংলাদেশের নেতৃত্বের আরেকটি উদাহরণ হ‌বে।

বাংলা‌দে‌শের নিজস্ব অর্থায়‌নে বহুল প্রতী‌ক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন হ‌তে যা‌চ্ছে আগামীকাল শ‌নিবার। প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা এ সেতুর উদ্বোধন কর‌বেন।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!