• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পদ্মা সেতু পরিচালনা

পৃথক কোম্পানি গঠন প্রক্রিয়া শুরু  


নিজস্ব প্রতিবেদক     সেপ্টেম্বর ২, ২০২২, ০৫:০১ পিএম
পৃথক কোম্পানি গঠন প্রক্রিয়া শুরু  

ঢাকা : উদ্বোধনের পর থেকে পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল থেকে যে আয় হচ্ছে, তা জমা হচ্ছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ব্যাংক হিসাবে। তবে এই সেতু পরিচালনা ও রক্ষণাবেক্ষণ চলে যাচ্ছে কোম্পানির অধীনে। 

শতভাগ সরকারি মালিকানাধীন ‘পদ্মা ব্রিজ অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স কোম্পানি লিমিটেড’ নামে একটি কোম্পানি খোলার আবেদন করেছে সেতু কর্তৃপক্ষ। গত ২৫ আগস্ট সেতু কর্তৃপক্ষ থেকে এ বিষয়ে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, কোম্পানি গঠনের বিষয়ে সেতু কর্তৃপক্ষ কার্যক্রম গ্রহণ করেছে। এর পরিপ্রেক্ষিতে ‘পদ্মা ব্রিজ অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স কোম্পানি লিমিটেড’ নামটি সংরক্ষণের অনুরোধ জানানো হয়।

পদ্মা সেতু গত ২৫ জুন উদ্বোধন করা হয়। বর্তমানে কোরিয়া এক্সপ্রেসওয়ে ও চীনের মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) সেতুটি রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের কাজ পরিচালনা করছে। পাঁচ বছরের জন্য তাদের ৬৯৩ কোটি টাকায় নিয়োগ দেওয়া হয়েছে। তারা সেতু বিভাগের হয়ে টোল আদায়, সেতুর দুই প্রান্তে ওজন মাপার যন্ত্র বসানো, সেতুতে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও আনুষঙ্গিক মেরামতের দায়িত্বে রয়েছে।

কোম্পানি গঠন করলেও বর্তমান চুক্তি অনুযায়ী সেতুটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে বিদেশি কোম্পানি দুটি থাকবে। তবে ভবিষ্যতে নিজেরা এই কাজ করবে, এমন ধারণা থেকে কোম্পানি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সেতু বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।

সেতু বিভাগের যুগ্ম সচিব রাহিমা আক্তার বলেন, কোম্পানির জনবল কাঠামো, কীভাবে কোম্পানি চলবে, এসব বিষয়ে কাজ চলছে। দ্রুত কোম্পানি গঠনের কাজ শেষ করার বিষয়ে জোর দেওয়া হয়েছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!