• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঘষামাজা করে এমডির দ্বায়িত্ব পাইনি 


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৭, ২০২২, ০৫:৩৭ পিএম
ঘষামাজা করে এমডির দ্বায়িত্ব পাইনি 

ঢাকা: ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান দাবি করেছেন, ২০০৯ সালে দেওয়া নিয়োগপত্রে কোনো ঘষামাজা করে ঢাকা ওয়াসার দায়িত্ব পাইনি, নিয়োগপত্রে ছিলো শুধু নিয়োগের বিষয়ে কর্তৃপক্ষের কিছু অনুশাসন আর নির্দেশনা।

ব্যারিস্টার সায়েদুল হক সুমনের করা রিট ও দুদকে চলমান দুর্নীতির অনুসন্ধান নিয়ে বুধবার(৭ ডিসেম্বর) নিজ  দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ওয়াসার এমডি।

তাকসিম এ খান দাবি করেন, নিয়োগ নিয়ে কোনো ধরনের ঝামেলাই ছিলো না। এমডি হিসেবে ঘষামাজা করে নিয়োগ দেয়া হয়নি। ‘২০২০ সালেও এ রকম একটি রিট করা হয়েছিল, তা খারিজ করে দেন আদালত। ওয়াসার আইনজীবী বিস্তারিত তুলে ধরেছেন আদালতের সামনে।’ 

দুদকে চলমান ৩ হাজার ২০০ কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানের বিষয়ে ওয়াসার এমডি বলেন, ‘বিষয়গুলো হাস্যকর হচ্ছে। কোনো প্রজেক্টের সঙ্গে ওয়াসার এমডির সম্পর্ক থাকে না। দাতা সংস্থা সব দেখভাল করে।’

বারবার অনুসন্ধান করেও কিছু পাওয়া যায়নি উল্লেখ করে তাকসিম এ খান বলেন, ‘পুরো বিষয়টি অসত্য। তদন্তই শুধু হয়, কিন্তু কিছু প্রমাণ হয় না। তাহলে এতবার অনুসন্ধান করে কী করলেন?’ 

যাদের ওয়াসায় অনৈতিক কর্মকাণ্ড তিনি বন্ধ করেছেন, এমন একটি দল তার বিরুদ্ধে অপপ্রচার করছে বলেও দাবি করেন তাকসিম।

সোনালীনিউজ/এলআই/আইএ

Wordbridge School
Link copied!