• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিল ওমান


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১, ২০২৩, ১১:২৫ এএম
বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিল ওমান

ঢাকা : বাংলাদেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা দেওয়া স্থগিত করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান।

মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকেই এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)।

মঙ্গলবার (৩১ অক্টোবর) এক প্রতিবেদনে ওমানের সংবাদমাধ্যম টাইমস অব ওমান ও মাসকাট ডেইলি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এক বিবৃতিতে রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে যে, পর্যটক ও ভ্রমণ ভিসায় যেসব বিদেশি ইতিমধ্যে ওমানে এসেছেন, তাঁদের জন্য ‘ভিসা পরিবর্তন’ কার্যক্রম স্থগিত করা হয়েছে।

এর আগে পর্যটন ও ভ্রমণ ভিসায় ওমানে এসে প্রবাসীরা কর্মী ভিসা নিতে পারতেন। এ সুবিধা স্থগিত হওয়ায় এ রকম যাঁরা ওমানে অবস্থান করছেন, তাঁদের দেশে ফিরে কাজের ভিসা নিয়ে আবার ওমানে ফিরতে হবে বলে জানিয়েছে আরওপি।

বিবৃতিতে আরও বলা হয়, পর্যটন ও ভ্রমণ ভিসায় ওমানে আসা সব দেশের নাগরিকদের ভিসা পরিবর্তনের সুবিধা স্থগিত করা হয়েছে। তবে বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা ইস্যু করাও স্থগিত থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ।

তবে বাংলাদেশিদের নতুন করে ভিসা দেওয়া বন্ধ রাখার বিষয়ে কোনো কারণের কথা উল্লেখ করা হয়নি।

এমটিআই

Wordbridge School
Link copied!