• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফরাসি দূতাবাসে লুকিয়ে আরাফাত?


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৪, ২০২৪, ০৮:১০ পিএম
ফরাসি দূতাবাসে লুকিয়ে আরাফাত?

ঢাকা: সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আরাফাত ঢাকার ফরাসি দূতাবাসে লুকিয়ে থাকার বিষয়টি একটি মিথ্যা গুজব বলে জানিয়েছে দেশটি।

বুধবার (১৪ আগস্ট) ফ্রান্স দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।

ফ্রান্স দূতাবাস জানিয়েছে, সাবেক মন্ত্রী মোহাম্মদ আরাফাত ফরাসি দূতাবাসে লুকিয়ে আছেন, এমন গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। তবে এটি সম্পূর্ণ মিথ্যা।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপরই সরকারের অনেক মন্ত্রী-এমপি গা ঢাকা দিয়ে আত্মগোপনে চলে যান। তাদের কেউ কেউ দেশ ছাড়েন বলেও খবর পাওয়া যায়। এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে।

আইএ

Wordbridge School
Link copied!