• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সাইকেলে এভারেস্ট বেস ক্যাম্পসহ ৪ পর্বত পাড়ি দিলেন তাম্মাত


নিউজ ডেস্ক নভেম্বর ২৯, ২০২৪, ০২:৫৯ পিএম
সাইকেলে এভারেস্ট বেস ক্যাম্পসহ ৪ পর্বত পাড়ি দিলেন তাম্মাত

ঢাকা: বাংলাদেশের সাইক্লিস্ট তাম্মাত বিল খয়ের মাত্র ৩০দিনে এভারেস্ট বেস ক্যাম্পসহ ৪টি পর্বত ও ৩টি পাস একি সফরে পাড়ি দিয়েছেন। গত বুধবার (২৭ নভেম্বর) তাম্মাত বিল খয়েরের ফেসবুক ভেরিফাইড পেইজে এ তথ্য জানানো হয়। 

সাইক্লিস্ট তাম্মাতের গ্রামের বাড়ি গোপালগঞ্জে। তবে জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামে।

তিনি জানান, নিজের জন্মদিনে দেশকে এক ঐতিহাসিক রেকর্ড উপহার। এই রেকর্ড ভাঙা হয়নি, তৈরি করা হলো। নিঃসন্দেহে এটা আমাদের দেশের জন্য সর্বোচ্চ গর্বের বিষয়।

তাম্মাত বিল খয়ের ইতোমধ্যে প্রথম বাংলাদেশি সাইক্লিস্ট হিসেবে সাইকেল নিয়ে এভারেস্ট বেস ক্যাম্প, পিকে পিক, চুখুং রি পিক, কংমালা পাস, কালা পাত্থার, চোলা পাস, গোকিও রি পিক পাড়ি দিয়েছেন। 

২৭ নভেম্বর নিজের জন্মদিনে ৫৩৬০ মিটার উঁচুতে অবস্থিত রেনজো লা পাসে উঠে এ রেকর্ড গড়লেন তিনি। এর আগে একই সফরে কোনো সাইক্লিস্ট একইসঙ্গে এই ৮ অর্জন ছুঁতে পারেনি।

আইএ

Wordbridge School
Link copied!