• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

গ্যাসের দাম বৃদ্ধিতে বিইআরসির শুনানির প্রতিবাদ, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০৩:৪২ পিএম
গ্যাসের দাম বৃদ্ধিতে বিইআরসির শুনানির প্রতিবাদ, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

ঢাকা : শিল্প কারখানায় গ্যাসের দাম বাড়ানো-সংক্রান্ত প্রস্তাব বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন (ক্যাব। দাম বাড়ানো নিয়ে শুনানি চলাকালে তোপের মুখে পড়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে বিইআরসির শুনানিকালে এ ঘটনা ঘটে।

এর আগে সরবরাহ করা গ্যাসের দাম যথাক্রমে ৩০ ও ৩১.৭৫ টাকা থেকে বাড়িয়ে ৭৫.৭২ টাকা, প্রতিশ্রুত গ্রাহকদের (ইতোমধ্যে অনুমোদিত) গ্যাসের বিল অর্ধেক করার প্রস্তাব করেছে পেট্রোবাংলা।

তবে এর তীব্র বিরোধিতা করেছে অংশীজনরা। তাদের গ্যাসের দাম বাড়ালে হুমকির মুখে পড়বে বিনিয়োগ-ব্যবসা-বাণিজ্য আর শিল্প খাত। যার ফলে সার্বিকভাবে ব্যাহত হবে দেশের অর্থনীতি।

গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব আগামী রোববারের মধ্যে খারিজ করার দাবি জানান তারা। না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

জানা যায়, ক্যাবের পক্ষ থেকে এর আগে শুনানি বাতিল করার জন্য লিখিত আবেদন করা হয়েছিল। সেই আবেদনে সাড়া না পেয়ে ২২ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করা হয়।

বিইআরসির কাছের ক্যাবের দাবিগুলো হচ্ছে, বিগত ১৫ বছরে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে সমন্বয়কৃত লুণ্ঠনমূলক ব্যয়ের সর্বমোট পরিমান নির্ধারণ করতে হবে এবং বিদ্যমান মূল্যহারে সমন্বয়কৃত লুণ্ঠনমূলক ব্যয় কমিয়ে মূল্যহার কমাতে হবে, জ্বালানি অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং জ্বালানি অধিকার সংরক্ষণের লক্ষ্যে জ্বালানি সুবিচার নিশ্চিত করার জন্য বিইআরসি আইন সংস্কার করতে হবে।

এমটিআই

Wordbridge School
Link copied!