• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেপ্তার আরও ৬১৮ 


নিজস্ব প্রতিবেদক:  ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ১০:০১ পিএম
‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেপ্তার আরও ৬১৮ 

ঢাকা: সারাদেশে অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় ৬১৮ জনকে গ্রেপ্তার হয়েছেন। বিশেষ এই অভিযানসহ অন্যান্য অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট এক হাজার ৪০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় গত ২৪ ঘণ্টায় আরও ৬১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে ৭৮৬ জনকে। ২৪ ঘণ্টায় মোট গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ৪০৪ জন।

এছাড়াও অভিযানে বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে বলে জানান এআইজি ইনামুল হক সাগর।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ‘ডেভিল হান্ট’ বলতে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার অভিযানকে বোঝানো হচ্ছে। অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান, যা ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়।

আইএ

Wordbridge School
Link copied!