• ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

দেশে জরুরি অবস্থা জারি প্রসঙ্গে স্বরাষ্ট্র সচিব বললেন, ‘গুজব’


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৪, ২০২৫, ০৩:৪৮ পিএম
দেশে জরুরি অবস্থা জারি প্রসঙ্গে স্বরাষ্ট্র সচিব বললেন, ‘গুজব’

ঢাকা : দেশে জরুরি অবস্থা জারির বিষয়টি গুজব বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

সোমবার (২৪ মার্চ) সমুদ্র পথে অবৈধভাবে অস্ট্রেলিয়া যাওয়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে এ কথা বলেন তিনি।

প্রসঙ্গত, রবিবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে যেকোনও সময় দেশে জরুরি অবস্থা জারি হতে পারে।

সোমবার এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, বিষয়টি গুজব। এটা নিয়ে মন্তব্য করার কিছু নেই।

নাসিমুল গনি বলেন, সারা দেশে আইন-শৃঙ্খলা স্থিতিশীল রয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে রাজধানীর সর্বত্র পুলিশের চলমান তৎপরতা তদারকি করা হচ্ছে। আসন্ন ঈদের ছুটির সময়ও দেশের নিরাপত্তায় বিঘ্ন ঘটবে না বলেও জানান তিনি।

এমটিআই

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!