ঢাকা : ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশসহ সাতটি দেশকে ‘নিরাপদ’ হিসেবে ঘোষণা করেছে, এর ফলে এসব দেশের নাগরিকদের জন্য ইউরোপে রাজনৈতিক আশ্রয় পাওয়ার প্রক্রিয়া আরও কঠিন হবে। একই সঙ্গে আশ্রয়প্রার্থী নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সহজ এবং দ্রুততর হবে।
বুধবার (১৬ এপ্রিল) ইইউ যেসব দেশের নাম প্রকাশ করেছে, সেগুলো হলো—বাংলাদেশ, ভারত, মিশর, কলম্বিয়া, কসোভো, মরক্কো এবং টিউনিশিয়া।
ইইউর অভিবাসন কমিশনার ম্যাগনাস ব্রুনার বলেছেন, ‘বিভিন্ন সদস্য রাষ্ট্রে আশ্রয় আবেদন প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হয়েছে এবং তাই দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য আমরা যেকোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।’
অন্যদিকে, ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি এই সিদ্ধান্তটিকে ইতালির সরকারের ‘সাফল্য’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে অভিবাসন নীতি সংশোধনের পক্ষে ছিলাম, এবং আজকের এই ঘোষণা সেই প্রয়াসের ফলস্বরূপ।’
এই ঘোষণার ফলে ইউরোপে আশ্রয়ের জন্য আগ্রহী বাংলাদেশি ও অন্যান্য দেশের নাগরিকদের জন্য এক নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। সূত্র :এডিকে/এসিবি (এএফপি, ইএফই)
এমটিআই