• ঢাকা
  • শনিবার, ২১ জুন, ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২

হঠাৎ ছুটিতে পাকিস্তানের হাইকমিশনার, নানান জল্পনা


নিজস্ব প্রতিবেদক মে ১৩, ২০২৫, ১২:১১ পিএম
হঠাৎ ছুটিতে পাকিস্তানের হাইকমিশনার, নানান জল্পনা

ফাইল ছবি

ঢাকা: নানান আলোচনার জন্ম দিয়ে হঠাৎ ছুটিতে গেলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। গত শনিবার সকালে দুবাই হয়ে ইসলামাবাদে রওনা দেন তিনি। ওই দিনই ঢাকার পাকিস্তান হাইকমিশনের পক্ষ থেকে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে তাঁর অনুপস্থিতির বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা আজ মঙ্গলবার (১৩ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রেওয়াজ অনুযায়ী, কোনো রাষ্ট্রদূত ছুটিতে গেলে স্বাগতিক দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে তার ছুটি ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম জানানো বাধ্যতামূলক।

সেই অনুযায়ী, পাকিস্তান হাইকমিশন থেকে জানানো হয়, সৈয়দ মারুফ ১১ মে থেকে ছুটিতে আছেন এবং তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত হাইকমিশনারের দায়িত্ব পালন করবেন ঢাকায় নিযুক্ত উপহাইকমিশনার মুহাম্মদ আসিফ। তবে সৈয়দ মারুফ কতদিন ছুটিতে থাকবেন, তা শুরুতে উল্লেখ করা হয়নি। পরে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়, তিনি প্রায় দুই সপ্তাহ ছুটিতে থাকবেন।

এর মধ্যেই শুরু হয়েছে নানা জল্পনা। কারণ, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক উন্নয়নে অন্যতম সক্রিয় ভূমিকায় ছিলেন সৈয়দ মারুফ। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টার সঙ্গে বৈঠকের পাশাপাশি সরকারি ও বেসরকারি পর্যায়েও সক্রিয় যোগাযোগ রেখে চলেছেন তিনি।

এ ছাড়া পাকিস্তানের পররাষ্ট্রসচিবের সফর আয়োজনসহ বিভিন্ন কূটনৈতিক কর্মকাণ্ডেও তাঁর সরব উপস্থিতি ছিল। গত ৯ মাসে বাংলাদেশের একাধিক জেলা সফর করেছেন তিনি, সর্বশেষ ৯ মে ছিলেন কক্সবাজারে।

‘অত্যন্ত সক্রিয়’ এই কূটনীতিকের হঠাৎ ছুটিতে যাওয়া ঘিরে কূটনৈতিক মহলে তৈরি হয়েছে রহস্য। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা আলোচনা।

উল্লেখ্য, সৈয়দ আহমেদ মারুফ ২০২৩ সালের ডিসেম্বর থেকে ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

এসআই

Wordbridge School
Link copied!