• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দেশের ৫৫ লাখ নিম্ন আয়ের পরিবার পাবে ১৫ টাকা কেজির চাল : খাদ্য উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক:  জুলাই ১৫, ২০২৫, ০২:২৯ পিএম
দেশের ৫৫ লাখ নিম্ন আয়ের পরিবার পাবে ১৫ টাকা কেজির চাল : খাদ্য উপদেষ্টা

ঢাকা : খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, আগামী আগস্ট মাস থেকে দেশের ৫৫ লাখ দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারকে প্রতি কেজি ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল দেওয়া হবে। ছয় মাস চলবে এই কর্মসূচি। মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি  এ কথা বলেন।

খাদ্য উপদেষ্টা বলেন, আগামী আগস্ট মাস থেকে ফের চালু হচ্ছে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি। এতে দেশের ৫৫ লাখ পরিবার প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবে ছয় মাস ধরে। প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর- এই চার মাস চাল বিতরণ করা হবে। এরপর ডিসেম্বর ও জানুয়ারিতে কর্মসূচি স্থগিত থাকবে। পরবর্তীতে আবার ফেব্রুয়ারি ও মার্চে চাল বিতরণ করা হবে।

আলী ইমাম মজুমদার বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং বন্যার প্রভাব মোকাবিলায় আগাম প্রস্তুতি নিচ্ছে সরকার। এর অংশ হিসেবে সরকারিভাবে ৪ লাখ মেট্রিক টন চাল আমদানি করা হবে। পাশাপাশি বেসরকারি খাতে ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

পিএস

Wordbridge School
Link copied!