• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আগামী নির্বাচন হবে ঐতিহাসিক ও স্বচ্ছ : সিইসি


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৫, ২০২৫, ১১:৪৩ এএম
আগামী নির্বাচন হবে ঐতিহাসিক ও স্বচ্ছ : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, আসন্ন নির্বাচন হবে এক ঐতিহাসিক ও স্বচ্ছ নির্বাচন। সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর গুলশানে অনুষ্ঠিত ইউথ ভোটার অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

সিইসি বলেন, তরুণরা দেশের ভবিষ্যতের মূল চালিকা শক্তি। তারা নিজেরাই ভোট দেবে এবং অন্যদেরও ভোট দিতে উৎসাহিত করবে। “তরুণরা সাহসের প্রতীক, সৃষ্টিশীলতার প্রতীক। আপনারা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়,” বলেন তিনি।

নাসির উদ্দীন আরও জানান, তরুণরা ৬৯, ৭০, ৭১, ৯০ ও ২৪ সালের গুরুত্বপূর্ণ আন্দোলনগুলিতে সাহস এবং সৃষ্টিশীলতার পরিচয় দেখিয়েছে। এবারের নির্বাচনে তাদের সক্রিয় অংশগ্রহণ দেশের জন্য গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত, সিইসি জানান, এবার প্রবাসীদের ভোটের সুযোগ দেওয়া হয়েছে পোস্টাল ব্যালটের মাধ্যমে, যা দেশের নির্বাচনের ইতিহাসে প্রথমবারের মতো হচ্ছে। এছাড়া নির্বাচনের সঙ্গে সরাসরি জড়িত সরকারি কর্মকর্তা ও কারাবন্দিরাও এবার ভোট দিতে পারবেন।

তিনি আশ্বাস দেন, “নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু, সুন্দর ও স্বচ্ছ হবে। আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত, এবং কোনো পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা রয়েছে।”

হাদির ওপর হামলার ঘটনাকে তিনি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করেন এবং বলেন, এটি নির্বাচনের কোনো প্রভাব ফেলবে না। এছাড়া দেশের বর্তমান পরিস্থিতি ২০২৪ সালের তুলনায় অনেক উন্নত। “মানুষ এখন শান্তিতে ঘুমাতে পারছে,” যোগ করেন সিইসি।

এম

Wordbridge School
Link copied!