• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

‘বাংলাদেশের মতো কোথাও এত দ্রুত সিদ্ধান্ত গ্রহণ দেখিনি’ 


নিজস্ব প্রতিবেদক:  জুলাই ১৮, ২০২৫, ০৫:২৭ পিএম
‘বাংলাদেশের মতো কোথাও এত দ্রুত সিদ্ধান্ত গ্রহণ দেখিনি’ 

ঢাকা : স্পেসএক্স-এর ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার বলেছেন, ‘আমরা ১৫০টি দেশ ও অঞ্চলে কাজ করি। কিন্তু বাংলাদেশের মতো কোথাও এত দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ দেখিনি। স্পেসএক্সের পক্ষ থেকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।’

শুক্রবার (১৮ জুলাই) রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

লরেন ড্রেয়ার বলেন, “স্পেসএক্সের সব সহকর্মীর পক্ষ থেকে আমি আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আপনার দলের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার ব্যাপারে খুবই আগ্রহী।”

লরেন ড্রেয়ার আরও বলেন, ‘প্রযুক্তির মাধ্যমে সেবা বিকেন্দ্রীকরণ এবং সুশাসন নিশ্চিত করার যে দৃষ্টিভঙ্গি আপনি গ্রহণ করেছেন, তা বাস্তবসম্মত ও প্রশংসনীয়।’

এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বাংলাদেশ সফরের জন্য লরেন ড্রেয়ারকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বাংলাদেশে এখন বর্ষাকাল। বন্যা ও জলাবদ্ধতার চ্যালেঞ্জও রয়েছে, যেখানে নির্ভরযোগ্য প্রযুক্তি ব্যবহারে সংযোগ বজায় রাখা জরুরি হয়ে পড়ে।’

তিনি বলেন, ‘পার্বত্য এলাকার মতো দুর্গম অঞ্চলে এখনো ভালো স্কুল, শিক্ষক, চিকিৎসকের অভাব রয়েছে। এসব জায়গায় ১০০টি স্কুলে অনলাইন শিক্ষার ব্যবস্থা করা হবে, যা শিক্ষার্থীদের জন্য আশার আলো হয়ে উঠবে।’

পিএস

Wordbridge School
Link copied!