• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিমান বিধ্বস্তে হতাহতদের কোন হাসপাতালে কতজন, জানাল আইএসপিআর


নিজস্ব প্রতিবেদক জুলাই ২১, ২০২৫, ০৫:২৫ পিএম
বিমান বিধ্বস্তে হতাহতদের কোন হাসপাতালে কতজন, জানাল আইএসপিআর

ঢাকা: রাজধানীর দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় বিভিন্ন হাসপাতালে ১৬৪ জন চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। 

সোমবার (২১ জুলাই) বিকেলে এক বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ২ জন, ঢাকা সিএমএইচে ১১ জন, কুর্মিটোলা জেনারেল হসপিটালে ২ জন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতালে ২ জন ও উত্তরা আধুনিক হসপিটালে ১ জনসহ মোট ১৮ জন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

এতে আরো জানানো হয়, বর্তমানে কুয়েত মৈত্রী হাসপাতালে ৮ জন, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৭ জন, ঢাকা সিএমএইচে ১৪ জন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতালে ১১ জন, উত্তরা আধুনিক হসপিটালে ৬০ জন ও উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ১ জনসহ মোট ১৬৪ জন চিকিৎসাধীন রয়েছেন।

আইএ

Wordbridge School
Link copied!