• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভুলের পাশাপাশি ভালো দিকও দেখতে হবে: অর্থ উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৪, ২০২৫, ১২:৪৮ পিএম
ভুলের পাশাপাশি ভালো দিকও দেখতে হবে: অর্থ উপদেষ্টা

ঢাকা: সরকারের উন্নয়ন ও সংস্কার যাদের চোখে পড়ে না, তারা অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন না—এ মন্তব্য করে সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক দিকগুলোকেও তুলে ধরার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (৪ আগস্ট) রাজধানীতে আয়োজিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আয়কর, মূসক ও কাস্টমস সংক্রান্ত কার্যক্রম নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, "স্বীকার করি, আমাদের ভুলত্রুটি রয়েছে। কিন্তু শুধু ভুল আর নেতিবাচক দিক না দেখে ভালো দিকগুলোও বিবেচনায় নেওয়া উচিত। সরকারের কোনো উন্নয়ন যাদের চোখে পড়ে না, তারা আসলে অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন না।"

তিনি আরও বলেন, “আমার অনেক জুনিয়র অর্থনীতিবিদ রয়েছেন, যারা কেবল সরকারের ব্যর্থতা নিয়েই কথা বলেন। তারা বলেন, এটা নেই, ওটা নেই। কিন্তু ইতিবাচক দিকেও দৃষ্টি দেওয়া জরুরি।”

সমালোচনার প্রয়োজনীয়তা স্বীকার করে ড. সালেহউদ্দিন বলেন, "ভুল থাকতেই পারে। সমালোচনা করলে সেগুলো সংশোধনের সুযোগ তৈরি হয়। এতে আমাদের কাজের মানও উন্নত হয়।"

এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সুনাম ধরে রাখার পরামর্শ দেন উপদেষ্টা। পাশাপাশি ২০২৫-২৬ কর বছরের ই-রিটার্ন কার্যক্রমের উদ্বোধন করে তিনি বলেন, "ডিজিটাইজেশনের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব।"

ওএফ

Wordbridge School
Link copied!