• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পররাষ্ট্র উপদেষ্টা

তরুণদের আত্মত্যাগের বাংলাদেশ বিশ্বের কাছে অনুকরণীয়


নিজস্ব প্রতিবেদক:  আগস্ট ৪, ২০২৫, ০৬:০৬ পিএম
তরুণদের আত্মত্যাগের বাংলাদেশ বিশ্বের কাছে অনুকরণীয়

ঢাকা : পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, জুলাই অভ্যুত্থান দেশ ও জাতির অধিকার আদায়ের পথ সুগম করেছে। ন্যায়বিচার প্রতিষ্ঠায় এই আন্দোলন অনুপ্রেরণা হয়ে থাকবে। তরুণ প্রজন্মের আত্মত্যাগের বাংলাদেশ হবে বিশ্বের কাছে অনুকরণীয়। 

সোমবার (৪ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ শীর্ষক সেমিনারে তিনি কথাগুলো বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মার্কিন ভিসা জটিলতার জন্য দায়ী আমরা। আমরা আমাদের এই জায়গায় নিয়ে গেছি। দেশের ভেতরের অস্থিরতা প্রবাসে অবস্থানরত দেড় কোটি মানুষের ওপরও আরোপিত হয়। 

তৌহিদ হোসেন বলেন, বিদেশে মিশনগুলোতে সীমাবদ্ধতা থাকায় অনেক চেষ্টার পরও সেবা নিশ্চিত করা যায় না। বিদেশের মিশনগুলোতে সুযোগ সুবিধা বাড়ানোর পরিকল্পনা চলছে।

দেশে নির্বাচনে কারচুপি নিয়ে তিনি বলেন, কারচুপি শুরু হয়েছে ‘৭৩ থেকে। মানুষ মাত্র ৪টি নির্বাচনে তাদের ইচ্ছার প্রতিফলন ঘটানোর সুযোগ পেয়েছে। বাকিগুলোতে পারেনি।

পিএস

Wordbridge School
Link copied!